Dr. Neem on Daraz
Victory Day

অবৈধ মজুদ ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে পুলিশ


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক   প্রকাশিত: মার্চ ২৮, ২০২০, ০৫:১১ পিএম
অবৈধ মজুদ ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে পুলিশ

ঢাকা: দেশে করোনা ভাইরাস ইস্যুকে অজুহাত বানিয়ে অতিরিক্ত লাভের আশায় করা অবৈধ মজুদ, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও সরবরাহ ঠিক রাখতে সংশ্লিষ্ট যানচলাচল ঠিক রেখে বাজার স্থিতিশীল রাখতে নিরলস কাজ করছে বাংলাদেশ পুলিশ।  

বাংলাদেশ পুলিশের আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী করোনা ভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে বাজার সরবারাহ সচল রাখতে অবৈধ মজুদ ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য পুলিশের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করতে  প্রতিটি ইউনিটকে নির্দেশনা প্রদান করেন।

সেই নির্দেশনা অনুযায়ী প্রতিটি ইউনিট একযোগে  অবৈধ মজুদ ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য নিয়মিত বাজার মনিটরিং ও অভিযান পরিচালনা করে আসছে। এসব কর্মকাণ্ড পরিচালনার ক্ষেত্রে প্রয়োজন অনুসারে বাংলাদেশ পুলিশ অন্যান্য প্রতিষ্ঠান ও সংস্থার সাথে সমন্বয় করে কাজ করছে।

এ ছাড়াও করোনা ভাইরাসের ব্যাপারে মানুষকে সচেতন করতে বাংলাদেশ পুলিশের ইউনিটগুলো মাইকিং, লিফলেট বিতরণসহ বিভিন্ন প্রচার কার্যক্রম গ্রহণ করেছে।


আগামী নিউজ/সুমন/নাঈম


 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে