Dr. Neem on Daraz
Victory Day

করোনা প্রতিরোধে নৌ পুলিশের উদ্যোগ


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক   প্রকাশিত: মার্চ ২৬, ২০২০, ১২:২৩ এএম
করোনা প্রতিরোধে নৌ পুলিশের উদ্যোগ

ঢাকা: করোনা ভাইরাস প্রতিরোধে নৌ পুলিশ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। বুধবার (২৫ মার্চ)  সদরঘাট লঞ্চ টার্মিনাল এবং গুলশান বাড্ডা লিংক রোড সংলগ্ন হাতিরঝিল এলাকায় সকাল ও বিকাল চলাচলরত গাড়িতে দুই ঘন্টা করোনা জীবানু নাশক স্প্রে করা হয়। সদরঘাট লঞ্চ টার্মিনালে যাত্রী সাধারনের সার্বিক নিরাপত্তার জন্য হ্যান্ড স্যানিটাইজার স্প্রে করা হয়।

নৌ পুলিশের ডিআইজি আতিকুল ইসলামের উপস্থিতিতে দুই হাজার সদস্য ও তাদের পরিবারকে করোনা ভাইরাস থেকে নিরাপদ রাখার জন্য প্রয়োজনীয় সংখ্যক সাবান, ডেটল, লাইজল, লিকুইড সোপ, পটাশিয়াম পারম্যাংগানেট, ব্লিচিং পাউডার ও মাস্ক বিতরণ করা হয়।

নৌ পুলিশ সদরদপ্তরে ৮ টি অঞ্চল অফিসসহ সকল নৌ পুলিশ স্টেশনকে এসকল সরঞ্জাম প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ফরিদা পারভীন।

আগামী নিউজ/সুমন/নাঈম

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে