Dr. Neem on Daraz
Victory Day

বিডিনিউজ সম্পাদক খালিদীর ৫০ কোটি টাকা ফ্রিজ


আগামী নিউজ | আগামী নিউজ প্রতিবেদক প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০১৯, ০২:২৩ পিএম
বিডিনিউজ সম্পাদক খালিদীর ৫০ কোটি টাকা ফ্রিজ

ঢাকা: দেশের প্রথম সারির অনলাইন গণমাধ্যম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর বিভিন্ন অ্যাকাউন্টের থাকা ৫০ কোটি টাকা ফ্রিজের আদেশ দিয়েছেন আদালত।

সম্প্রতি দুর্নীতি দমন কমিশন (দুদক) আদালতে অ্যাকাউন্টগুলো ফ্রিজের আবেদন করলে পারমিশন মামলার শুনানি নিয়ে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশ অ্যাকাউন্টগুলো ফ্রিজের আদেশ দেন।

খালেদীর বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভুত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানকারী কর্মকর্তা দুদকের উপপরিচালক মো. গুলশান আনোয়ার প্রধান আদালতে এ আবেদন করেন।

আবেদনে বলা হয়, খালেদী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম ও নিজের নামের হিসাবে বিপুল পরিমান টাকা স্থানান্তর করেছেন। জ্ঞাত আয় বহির্ভুত সম্পদ অর্জন ও মানিলন্ডারিংয়ের অভিযোগটির সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে ‘দুর্নীতি দমন কমিশন বিধিমালা, ২০০৭‘ এর বিধি ১৮ (সংশোধিত) ও মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২’ এর ১৪ ধারার বিধান মতে তার অপরাধলব্ধ অর্থের ব্যাংক হিসাব/এফডিআর ফ্রিজ (অবরুদ্ধ) করা প্রয়োজন।

আদালত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ৯ টি এফডিআর ও তৌফিক ইমরোজ খালিদীর নামে ১৩টি এফডিআর অ্যাকাউন্ট ফ্রিজের আদেশ দেন।

আগামী নিউজ/ টিআইএস/এমআর 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে