Dr. Neem on Daraz
Victory Day

গাজীপুর প্রেসক্লাবে নির্বাচন ৫ আগষ্ট: বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত ১৬ প্রার্থী


আগামী নিউজ | মোক্তার হোসেন, গাজীপুর জেলা প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ৩, ২০২১, ০৩:০৭ পিএম
গাজীপুর প্রেসক্লাবে নির্বাচন ৫ আগষ্ট: বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত ১৬ প্রার্থী

ফাইল ফটো

গাজীপুরঃ আগামী বৃহস্পতিবার (৫ আগষ্ট) ঐতিহ্যবাহী গাজীপুর প্রেসক্লাবের ২০২১-২২ মেয়াদের নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতোমধ্যে মোট ১৭টি পদের মধ্যে সভাপতিসহ ১৬ প্রার্থীকে নির্বাচিত ঘোষনা করেছে নির্বাচর কমিশন। উক্ত পদের বিপরীতে কোনো প্রতিদ্বন্দি প্রার্থী না থাকায় নির্বাচন কমিশন তাদেরকে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত ঘোষণা করেছেন।

নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র পাল জানান, গাজীপুর প্রেসক্লাব ২০২১-২২ মেয়াদের নির্বাচনে মোট ১৭টি পদে প্রতিদ্ধন্দিতায় জন্য ২০টি মনোনয়নপত্র বিক্রয় হয়েছে। এর মধ্যে ১৮টি মনোনয়নপত্র জমা পড়ে ও যাচাই-বাছাই শেষে বৈধ হিসেবে গৃহীত হয়।

প্রধান নির্বাচন কমিশনার কাজী মোসাদ্দেক হোসেন জানা, সাধারণ সম্পাদক পদে বর্তমান দায়িত্বে নিয়োজিত রাহিম সরকার (বিজয় টিভি/দৈনিক জনতা) ও সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমিন সজীব (দৈনিক খবর) প্রতিদ্ধন্দিতায় করছেন। এ পদে স্বাস্থ্য বিধি মেনে বৃহস্পতিবার (৫ আগষ্ট) সকাল ৯টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এরপর মধাহ্ন বিরতি দিয়ে ভোট গণনা ও ফলাফল ঘোষণা করা হবে। নির্বাচনের সকল প্রস্তুতিও সম্পন্ন হয়েছে।

বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন-সভাপতি পদে মাসুদুল হক (বাংলাদেশ বেতার), সিনিয়র সহ-সভাপতি আলমগীর হোসেন (দৈনিক মুক্ত বলাকা), সহ-সভাপতি সৈয়দ মোকছেদুল আলম লিটন (দৈনিক গণমুখ), যুগ্ম-সাধারণ সম্পাদক মনিরুজ্জামান (সাপ্তাহিক ভাওয়াল), সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ ফারুক (বাংলা ভিশন), কোষাধ্যক্ষ আবিদ হোসেন বুলবুল (দৈনিক সকালের সময়), প্রচার ও প্রকাশনা সম্পাদক আফজাল হোসেন (দৈনিক আমাদের সংবাদ), দফতর সম্পাদক সাদেক আলী (দৈনিক ভোরের পাতা), ক্রীড়া, সাংস্কৃতিক ও কল্যাণ সম্পাদক এম এ ফরিদ (দি মর্নিং গ্লোরি) ও নির্বাহী সদস্য অধ্যাপক আমজাদ হোসেন (দৈনিক গণমুখ), অধ্যাপক এনামুল হক (দৈনিক বাংলাদেশের খবর), ফজলুল হক মোড়ল (চ্যানেল আই), আব্দুর রহমান (বাংলাদেশ টেলিভিশন), মাহতাব উদ্দিন আহাম্মদ (দৈনিক দিনের শেষে), হাবিবুর রহমান (দি ডেইলি বাংলাদেশ পোস্ট), আবু বকর ছিদ্দিক আকন্দ (দি ডেইলি স্টার)।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে