1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

বিমানের খাবারের প্যাকেটে তেলাপোকা

ডেস্ক রিপোর্ট প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২২, ১০:৪৬ এএম বিমানের খাবারের প্যাকেটে তেলাপোকা

ঢাকাঃ সাধারণত বিমান ভ্রমণে যাত্রীদের খাবার পরিবেশন করা হয়। স্বল্প দূরত্বের ভ্রমণে দেওয়া হয় নাশতা। দীর্ঘ ভ্রমণে মধ্যাহ্ন ভোজ কিংবা নৈশভোজ। এই খাবারের দাম টিকিটের সঙ্গে অন্তর্ভুক্ত থাকে। কিন্তু আপনি সেই খাবারে যদি জ্যান্ত তেলাপোকা দেখতে পান তবে কী করবেন? সম্প্রতি এমনই একটি খবর ভাইরাল হয়েছে। এই ঘটনায় বিমান যাত্রীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।

ঘটনাটি ঘটেছে ভিস্তারা নামের একটি বিমান পরিবহন সংস্থার উড়ানে।

নিকুল সোলাঙ্কি নামের এক যাত্রী নিজের এই মারাত্মক অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন তার টুইটার অ্যাকাউন্টে।

তিনি জানিয়েছেন, ভিস্তারা ফ্লাইটে যাত্রার সময় খাবার অর্ডার করেছিলেন। সেই প্যাকেটজাত খাবার খুলতেই চক্ষু চড়কগাছ। খাবারের মধ্যে রয়েছে তেলাপোকা।

বিলাসবহুল ফ্লাইটে এই খাবারের মান দেখে তা নিয়ে উষ্মাও প্রকাশ করে অভিযোগ জানিয়েছেন ওই যাত্রী।

নিকুলের এই টুইটে ট্যাগ করা হয়েছে বিমান সংস্থাটিকেও। এই ঘটনার জন্য দুঃখপ্রকাশও করেছে তারা।

প্রতিষ্ঠানটির পক্ষে টুইটে বলা হয়েছে, ‘হ্যালো নিকুল, আমাদের খাবার সবসময়ই গুণগত মানে সেরা দিতে হবে, এই মনোভাব নিয়ে তৈরি করা হয়। আপনি আমাদের বিমানের সমস্ত বিস্তারিত তথ্য দিন, আমরা বিষয়টি খতিয়ে দেখছি।’

তবে ভিস্তারার এই ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বাকি নেটিজেনরাও। একজন বলেছেন, এবার তো ট্রেনের পাশাপাশি ফ্লাইটেও এসব পোকামাকড় পাওয়া যাচ্ছে।

এমএম

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner