1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

বুড়িগঙ্গা খননে কারও পক্ষপাতিত্ব করা হবে না: স্থানীয় সরকারমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জুন ২৯, ২০২২, ১২:২৩ পিএম বুড়িগঙ্গা খননে কারও পক্ষপাতিত্ব করা হবে না: স্থানীয় সরকারমন্ত্রী

ঢাকাঃ থানা, বাড়ি বা যেকোনো প্রতিষ্ঠানই হোক না কেন- আদি বুড়িগঙ্গা খননকাজে যদি সেটি অপসারণের দরকার হয়, তাহলে সেই কাজে কারও প্রতি পক্ষপাতিত্বমূলক আচরণ করা হবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম।

তিনি বলেছেন, সরকারের নির্দেশনা মতো যেখানে যেটা করা দরকার, সেটাই করা হবে। কোনো কিছু বাধা হয়ে থাকলে, সেটা স্থানান্তর করা হবে।

বুধবার (২৯ জুন) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) জলাবদ্ধতা দূরীকরণে বুড়িগঙ্গার খনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘আমাদের খাল-নদীগুলো সংস্কার করতে হবে। কারও ব্যক্তিগত ক্ষতি করা সরকারের উদ্দেশ্য নয়। আমারসহ মেয়রদেরও উদ্দেশ্য তা নয়।’ তিনি বলেন, ‘উচ্ছেদে অনৈতিক সুবিধা পাওয়ারা মনোক্ষুণ্ন হতেই পারেন। তাদের প্রতি আমাদের সহানুভূতি জানানো ছাড়া কিছুই করার নেই। এর মধ্য দিয়ে ঢাকা শহরের অবস্থার পরিবর্তন হবে, সবাই উপকৃত হবেন।’ 

তাজুল ইসলাম বলেন, ‘ঢাকা শহর বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ নগরী। এ নগরীকে আমাদের গড়তে হবে। এর পরিবেশ ঠিক করতে হবে। ঢাকা শহরকে সুন্দর করার মাধ্যেমেই আমার সুনাম ছড়িয়ে পড়বে পুরো বাংলাদেশে।’

অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস বলেন, ‘এই প্রথম আদি বুড়িগঙ্গা পুনর্খননের কাজ হাতে নেওয়া হয়েছে। আমরা নিজ অর্থায়নে আদি বুড়িগঙ্গার প্রায় ২ হাজার ৭০০ মিটার এলাকা খনন করবো। এতে মোট ২১.৫ কোটি টাকা খরচ হবে।’

তিনি আরও বলেন, ‘এরপর আমরা একটি বৃহৎ প্রকল্প নেবো, পুরো ৭ কিলোমিটার বুড়িগঙ্গা চ্যানেল খনন হবে।’

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় কাউন্সিলর উপস্থিত ছিলেন।

এমবুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner