1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

নাট্যকার লিটন আব্বাসের কবিতা বসন্ত বিলাপ

লিটন আব্বাস  প্রকাশিত: মার্চ ৩, ২০২২, ০৭:১৭ পিএম নাট্যকার লিটন আব্বাসের কবিতা বসন্ত বিলাপ
লিটন আব্বাস

বসন্ত বিলাপ

 

তোমার ঠোঁটে ঝরে যে বিরুদ্ধ বিশ্বাস

সেখানে প্রকাশিত কিছু অচল

পদ্যের রূপ তোমার দুচোখে নামায়

অনিয়মিত নাচের মুদ্রা; 

সেখানে অনুদৃত অন্যায়, মিথ্যে মুখগুলো নিয়মিত শান্তি সম্মেলন করে, তুমি এসব আয়োজন ছেড়ে রেখে যাও

অন্তরঙ্গ হৃদয়ে যে সজলদিঠীর ছাপ

তার সাথে খাপ খাওয়াতে আমি বড়ো অসহায়!

তোমার উঁচু নাকের উপর যে রুগ্ন তাপস বয়ে চলে, সেখানে জমে থাকা নিশিত শিশিরে স্নান সারে নিঃশ্বাস---

ঐ দেখো, ইজেলে শুকনো প্যালট আর

ব্যাস-বেধে মরে পড়ে থাকা ক্যানভাস;

কেমনে শিল্পের শরীরে ভেজা তুলিতে 

শান্তি সংলাপ করে!

অথচ শিল্পী তুমি

তোমার শরীরে বিষ

বিষকাটালির কোপ

তোমার সৌন্দর্যে নক্ষত্রের মেলা, 

রাতের দৌড়ে তল-অতলে 

কেমনে খোঁজে সুখ সরোবর!

তুমি তো জানো,

অচেনা আশ্বাসে বাঁচেনা শিল্প---

অতএব চাই অয়নে নকশির ফোঁড়,

ইজেলে ক্যানভাস-ভেজা তুলিতে সৃষ্টির রঙ

তথাপি তুমি প্রতারিত মানুষের কথাই বলো!

এতোসব আয়োজনে অপরাজিতা তুমি, হয়নি হৎবন্ধনে একটাও মানুষের মুখ আঁকা 

 

গোল্লায় যাক তোমার শিল্পীর শীৎকার---

ভালোবাসায় যে বিশ্বাসটুকু থাকে, লীন হয়ে তা পরে থাকা লবঙ্গদানার সাথে মিশে লোনা হয়ে গেছে!

থাক তবে এই চিৎকার 

চিরকালীন নিরাপত্তায়; 

অয়নে নয়ন নিরাপদ থাক!

তবুও তোমার ঠোঁটই ছুঁয়ে

নিক, এই বসন্ত বিলাপ...!

আগামীনিউজ/এসএসআই

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner