1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

আশায় বুক বেধেছেন নিবন্ধনধারী লাখো চাকরিপ্রার্থী

ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২০, ০৮:১৮ পিএম আশায় বুক বেধেছেন নিবন্ধনধারী লাখো চাকরিপ্রার্থী
ছবি; সংগৃহীত

ঢাকাঃ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান পদে আনুষ্ঠানিকভাবে যোগদান করতে আরো কিছুদিন সময় লাগবে নবনিযুক্ত চেয়ারম্যান মো. আশরাফ উদ্দিনের।

মন্ত্রণালয় সূত্রে জানা যায়, শিক্ষা মন্ত্রণালয়ের যোগদানের পর কিছু দাপ্তরিক প্রক্রিয়া শেষ করে নতুন চেয়ারম্যানকে এনটিআরসিএতে যোগ দিতে হবে। এজন্য কিছুদিন সময় লাগতে পারে।

তবে নতুন চেয়ারম্যানের যোগদানের আশায় বুক বেধেছেন নিবন্ধনধারী লাখো চাকরিপ্রার্থী। তাদের প্রত্যাশা, দীর্ঘদিন ধরে নিয়োগ বন্ধ হয়ে আছে। করোনা, আইনি জটিলতাসহ বিভিন্ন কারণে দীর্ঘদিন ধরে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হচ্ছে না। এর মধ্যে অনেকের চাকরির বয়স শেষ হতে যাচ্ছে। এই অবস্থায় নতুন চেয়ারম্যান নিয়োগ হওয়ার পর গণবিজ্ঞপ্তি আসবে বলে আশা প্রকাশ করছেন তারা।

তৃতীয় গণবিজ্ঞপ্তি প্রত্যাশী আব্দুর রহমান শান্ত জানান, দীর্ঘদিন ধরে আমাদের নিয়োগ বন্ধ আছে। আশা করছি নতুন চেয়ারম্যান দায়িত্ব গ্রহণের পর খুব শিগগিরই গণবিজ্ঞপ্তি প্রকাশ করবেন এবং লাখো বেকারের অপেক্ষা শেষ হবে।

আরেক প্রত্যাশী মো. মামুন জানান, গণবিজ্ঞপ্তি প্রকাশে দীর্ঘসূত্রতায় অনেকের চাকরির বয়স শেষ হতে যাচ্ছে। এই অবস্থায় নতুন চেয়ারম্যান আসছেন। আশা করছি দায়িত্ব নেওয়ার পর গণবিজ্ঞপ্তি আসবে।

জানা গেছে, নতুন চেয়ারম্যান অতিরিক্ত সচিব মো. আশরাফ উদ্দিন শিক্ষা মন্ত্রণালয়ে যোগদান করেছেন। যোগদানের গত পর বৃহস্পতিবার এনটিআরসিএর কার্যালয়ে এসেছিলেন। যদিও দাপ্তরিক প্রক্রিয়া শেষে চেয়ারম্যান পদে যোগদান করতে আরও কিছুদিন সময় লাগবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

অতিরিক্ত সচিব মো. আশরাফ উদ্দিন গভর্নেন্স ইনোভেশন ইউনিটের মহাপরিচালক ছিলেন। গত ১৪ ডিসেম্বর তাকে এনটিআরসিএর চেয়ারম্যান পদে নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় আদেশ জারি করে।

এদিকে গত ১৭ ডিসেম্বর অবসরে গেছেন এনটিআরসিএর সদ্য বিদায়ী চেয়ারম্যান অতিরিক্ত সচিব মো. আকরাম হোসেন।

আগামীনিউজ/এএইচ 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner