1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

বিশ্বের প্রথম এসএমএস এক লাখ ডলারে বিক্রি

প্রযুক্তি ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০২১, ১১:৫৩ পিএম বিশ্বের প্রথম এসএমএস এক লাখ ডলারে বিক্রি
ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ বিশ্বের প্রথম এসএমএস বিক্রি হলো এক লাখ সাত হাজার ডলারে। এর ক্রেতা একটা ডিজিটাল সার্টিফিকেটও পেয়েছেন। জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে এ খবর জানিয়েছে।

গতকাল মঙ্গলবার (২১ ডিসেম্বর) যুক্তরাজ্যের টেলিকম প্রতিষ্ঠান ভোডাফোনের আহ্বানে ফ্রান্সের রাজধানী প্যারিসের একটি প্রতিষ্ঠান এ নিলামের আয়োজন করে।

নিলাম থেকে পাওয়া পুরো অর্থ ভোডাফোন কোম্পানি জাতিসংঘের শরণার্থী সংস্থাকে দিয়েছে।

বিশ্বের এই প্রথম এসএমএস ছিল খুবই ছোট, তাতে লেখা হয়েছিল–‘মেরি ক্রিসমাস’। এই এসএমএসটি ১৯৯২ সালের ৩ ডিসেম্বর করা হয়েছিল। প্রোগ্রামার নিল প্যাপওয়ার্থ মেসেজটি তার সহকর্মী রিচার্ড জার্ভিসকে করেছিলেন। রিচার্ড তখন ক্রিসমাস পার্টিতে ছিলেন।

ভোডাফোন জানিয়েছে, ননফাঞ্জিবল টোকেনের (এনএফটি) আকারে এই এসএমএস বিক্রি করা হয়। যিনি কিনেছেন তার নাম জানা যায়নি। তবে তিনি এক লাখ সাত হাজার ডলারে এই এসএমএস কিনে ডিজিটাল যুগে একটা ইতিহাস তৈরি করেন। তাকে এই এসএমএসের একটা ডিজিটাল ছবি ফ্রেমে বাঁধিয়ে দেওয়া হয়।

প্যারিসের যে নিলাম সংস্থায় প্রথম এসএমএসের নিলাম হয়েছে, তাদের ধারণা ছিল, এটি এক থেকে দুই লাখ ডলারে বিক্রি হবে।

ভোডাফোন জানিয়েছে, পুরো অর্থ জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরকে দিয়ে দেয়া হবে।

ইউএনএইচসিআরের সার্ভিস হেডকে উদ্ধৃত করে ভোডাফোন জানিয়েছে, প্রযুক্তি সবসময় নতুন কিছু দেয় এবং বিশ্বকে পরিবর্তন করে। আর এই প্রযুক্তির ফল সামাজিক ক্ষেত্রেও পড়া উচিত। ইউএনএইচসিআর শরণার্থীদের সাহায্য করুক। তাদের জীবন পরিবর্তন করুক।

আগামীনিউজ/এসএস   

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner