1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

করবী

ডঃ নিম হাকিম প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২১, ১২:১৩ পিএম করবী
ছবি: সংগৃহীত

পরিচিতিঃ ( Botanical Name: Nerium indicum Mill, Common Name: Karobi, Rakto Karobi, English Name: Oleander, Family: Apocynaceae)

করবী চিরহরিৎ প্রায় ৭/৮ ফুট উচ্চ ঝোপ জাতীয় গাছ। মাটি থেকে সরাসরি উঠে আসা কয়েকটি সরলাকৃতি শাখায় পাতা ও ফুল দেখা দেয়। এ ফুল সুদৃশ্য ও সুগন্ধযুক্ত। প্রধানতঃ লাল অথবা সাদা করবি দেখা যায়। ফলে বীজ থাকে অনেক, চ্যাপ্টা উজ্জ্বল ও ধূসর বর্ণের এবং লোমে আবৃত। মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত ফুল থাকে। ডিসেম্বর-জানুয়ারি মাসে ফল পাকে।

প্রাপ্তিস্থানঃ সারা বাংলাদেশে শোভা বর্ধক উদ্ভিদ হিসেবে দেখতে পাওয়া যায়।

চাষাবাদঃ শাখা কলম ও দাবা কলমের সাহায্যে চারা জন্মে। 

চারা লাগানোর দূরত্বঃ ৫ থেকে ৬ ফুট।

উপযোগী মাটিঃ সব ধরনের মাটিতে জন্মে থাকে।

বীজ আহরণঃ বীজ থেকে চারা হয়। বীজ বিষাক্ত।

প্রতি কেজিতে বীজের পরিমাণঃ ৬০,০০০-৭০,০০০ টি।

প্রক্রিয়াজাতকরণ/সংরক্ষণঃ বীজ সংগ্রহ করে ভালোভাবে রোদে শুকিয়ে প্যাকেটজাত করে সংরক্ষণ করা যায়। ডিসেম্বর-জানুয়ারি পর্যন্ত বীজ সংরক্ষন করা যায়।

ব্যবহার্য অংশঃ পাতা এবং মূলের ছাল।

উপকারিতা/লোকজ ব্যবহারঃ করবীর পাতার রস কুষ্ঠ রোগ ও চর্ম রোগের ঔষধ হিসেবে কার্যকরী। করবীর মূল গর্ভপাতে সহায়ক। কচিপাতার টাটকা রস চোখে দিলে চোখ উঠায় আরাম হয়। এছাড়াও এ রস খোস পাঁচড়ায় বিশেষ কাজ করে।

কোন অংশ কিভাবে ব্যবহৃত হয়ঃ

  • কুষ্ঠরোগে  শ্বেত করবীর মূল পিষে প্রলেপ দিলে বিশেষ উপকার পাওয়া যায়।
  • শিরঃরোগে লাল করবী মূল পিষে শিরে প্রলেপ দিলে শিরঃরোগ নিবারিত হয়।
  • মাথা ধরায়, বাত ও কফরোগে করবী বিশেষ উপকারী।
  • ব্রণে করবীর মূলের ছাল পিষে প্রলেপ দিলে ব্রণ ভালো হয়।
  • অর্শ হলে করবী মূল পিষে আক্রান্ত স্থানে প্রলেপ দিলে বিশেষ উপকার পাওয়া যায়।
  • বাত হলে লাল করবী মূল পিষে বেদনাযুক্ত স্থানে অল্প গরম সেক দিলে বেদনায় উপকার হয়ে থাকে।
  • প্রবল জ্বরে ১ থেকে ২ গ্রাম পরিমাণ শুস্ক ছাল পিষে সেবন করলে জ্বর প্রশমিত হয় থাকে।
  • চোখ উঠলে করবীর কচিপাতা উঠিয়ে তার আঠা বের করে সামান্য পরিমাণ চোখের কোণে লাগালে চোখ ওঠা রোগ ভালো হয়।
  • ফোড়া ফাটাতে হলে করবীর শিকড় পানিসহ পিষে তা প্রলেপ দিলে ফোড়া পেকে যায় এবং ফেটে যায়।
  • পাঁচড়া হলে ১০ গ্রাম পরিমাণ করবীর মূল, ৫০ গ্রাম তিল তেলসহ একত্রে মিশ্রিত করে আগুনে ভেজে যে পক্ক তেল হয় তাতে পাঁচড়া ভালো হয়ে থাকে।
  • অকালে চুল পাকলে করবীর মূলের ছাল দুধসহ পিষে মাথায় নিয়মিত প্রলেপ দিলে চুল পাকে না।

পরিপক্ক হওয়ার সময়কালঃ এক বছর।

অন্যান্য ব্যবহারঃ করবী কাঠ মজবুত বিধায় এর শৈল্পিক উপযোগিতা আছে।

আয়ঃ প্রতি একর জমিতে বছরে ৪০,০০০ থেকে ৬০,০০০ টাকা পর্যন্ত আয় করা সম্ভব।

আগামীনিউজ/নাসির

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner