1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

ভুয়া এপিএস পরিচয়দানকারী রেডিও মেকানিক আটক

উপজেলা প্রতিনিধি, সাভার (ঢাকা) প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৩, ১১:৩৪ পিএম ভুয়া এপিএস পরিচয়দানকারী রেডিও মেকানিক আটক

কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেনের ভুয়া এপিএস পরিচয়দানকারী আবু হুরায়রা ওরফে খালিদ (২৫) নামে এক রেডিও মেকানিককে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (১৮ জানুয়ারি) বিকেলে ওই যুবককে প্রতারণার মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

এর আগে মঙ্গলবার (১৭ জানুয়ারি) দিবাগত রাতে রংপুর মহানগর থেকে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক খালিদের গ্রামের বাড়ি নাটোর জেলার সিংড়া থানার বালুয়া এলাকায়। তার বাবার নাম জিয়াদুল ইসলাম। বর্তমানে তিনি রংপুর শহরে ভাড়া থেকে রেডিও টেকনিশিয়ান হিসেবে কাজ করতো।

তার বিরুদ্ধে অভিযোগ দীর্ঘদিন যাবত তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেনের ভুয়া ব্যক্তিগত একান্ত সহকারী সচিব (এপিএস) পরিচয়ে বিভিন্ন এমপি, মন্ত্রী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সরকারি কর্মকর্তাদের নানান সুবিধা পাইয়ে দেওয়ার কথা বলে টাকা চাইতেন। এভাবে ভুয়া পরিচয় প্রদানের মাধ্যমে প্রতারণা করে বিভিন্ন জনের কাছ থেকে হাতিয়ে নেন প্রায় ৩০ লাখ টাকা।

এ বিষয়ে ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের অফিসার্স ইনচার্জ রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব বলেন, কার্তিক বিশ্বাস শুভ নামে এক ব্যক্তি বাদী হয়ে সাভার মডেল থানায় গ্রেফতার খালিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন এর পরিপ্রেক্ষিতে ঢাকা জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান (পিপিএম-বার) মহোদয়ের নির্দেশে ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মুবাশশিরা হাবিব খানের  (পিপিএম-সেবা) তত্ত্বাবধানে এবং আমার নেতৃত্বে গঠিত ডিবির একটি টিম তথ্য প্রযুক্তির মাধ্যমে ওই প্রতারককে সনাক্ত করে রংপুর মহানগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করি। এসময় তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত মোবাইল ফোন ও সিমকার্ড উদ্ধার করা হয়।

এসএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner