1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

আর্জেন্টিনার খেলা উপলক্ষে সোনালি মুরগিতে বিশেষ ছাড়

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২২, ০৮:২৫ পিএম আর্জেন্টিনার খেলা উপলক্ষে সোনালি মুরগিতে বিশেষ ছাড়

চাঁপাইনবাবগঞ্জঃ বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে মেসির আর্জেন্টিনা ও ক্রোয়েশিয়া। এ সেমিফাইনাল উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে সোনালি মুরগিতে ছাড় দিয়েছেন এক ব্যবসায়ী। মঙ্গলবার (১৩ ডিস্বের) মুরগি ছাড় দিতে বিভিন্ন স্থানে মাইকিং করতে দেখা গেছে।

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ৩০ টাকা ছাড় দিয়ে প্রতি কেজি সোনালি মুরগি ২২০ টাকায় বিক্রি করছেন ব্যবসায়ী সাফিউর রহমান।

গোমস্তাপুর উপজেলার রহনপুর ধুলাউড়ি মিশন মোড়ে তার খামার। কম দামে মুরগি বিক্রি করতে ভ্যানে করে মাইকিং করেছেন রহনপুর পৌরসভার বিভিন্ন এলাকায়।

খামারের মালিক সাফিউর রহমান বলেন, ‘আমাদের এলাকায় ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থক অনেক বেশি। কিন্তু ব্রাজিল কোয়ার্টার ফাইনালে হেরে যাওয়ায় ফুটবল বিশ্বকাপের কিছুটা হলেও জৌলুস হারিয়েছে। তবে এখনও যেহেতু আর্জেন্টিনা সেমিফাইনাল পর্যন্ত টিকে আছে, তাই সমর্থকদের মাতামাতি রয়েছে। আজ আর্জেন্টিনা ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলবে। ম্যাচটি রাত ১টায় হওয়ায় তরুণ-যুবকরা রাত জেগে পিকনিক করে খেলা দেখবেন। তাই আমরাও সেই সুযোগে মুরগিতে ছাড় দিয়ে বিক্রি বাড়িয়েছি।’

মুরগি কিনতে আসা আর্জেন্টিনা সমর্থক কলেজছাত্র আসিক আলী বলেন, ‘রহনপুরে অনেক জায়গায় বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থা করা হয়েছে। তাই আমরাও কয়েক বন্ধু মিলে প্রজেক্টরে খেলা দেখবো। কিন্তু যেহেতু অনেক রাতে খেলা, তাই এ উপলক্ষে একটি পিকনিক করে সময় কাটাবো। কারণ এত রাতে বাসা থেকে সবাই খেলা দেখার জন্য বের হয়ে আসতে পারবে না।’

গোমস্তাপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কাওসার আলী জাগো নিউজকে জানান, উপজেলার ৩৭টি খামারে সোনালি মুরগি পালন করা হয়। প্রতিটি খামারে ২৫০০-৩০০০ করে মুরগি রয়েছে। তবে উপজেলায় যে পরিমাণ সোনালি মুরগি লালন-পালন হয়, তাতে চাহিদা পূরণ হয় না। অন্য জেলা থেকেও আমদানি করা লাগে।

এসএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner