1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

বিয়ে বাড়িতে ‘কীটনাশক মেশানো’ চা পানে হাসপাতালে ১২ অতিথি

জেলা প্রতিনিধি, লালমনিরহাট প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২২, ১২:১৩ পিএম বিয়ে বাড়িতে ‘কীটনাশক মেশানো’ চা পানে হাসপাতালে ১২ অতিথি

লালমনিরহাটঃ জেলার পাটগ্রামে এক বিয়েবাড়িতে কীটনাশক মেশানো চা পান করে বিষক্রিয়ায় ১২ জন অসুস্থ হয়ে পড়েছেন। তাদের মধ্যে ১০ জন হাসপাতালে ভর্তি আছেন। শুক্রবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে ওই উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের কাগজীপাড়া এলাকায় রফিকুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে।

অসুস্থদের মধ্যে পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। দুজনের অবস্থা আশঙ্কাজনক।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার শ্রীরামপুর এলাকার রফিকুল ইসলামের মেয়ের বিয়েতে অতিথিদের চা পান করানো হয়। চা বানানোর সময় ভুলবশত চা পাতা না দিয়ে তাতে কীটনাশক (বাসডিন) মেশানো হয়েছিল। আর ওই চা পান করেই অসুস্থ হয়ে পড়েন ১২ জন অতিথি। স্থানীয়রা তাদের দ্রুত পাটগ্রাম উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। এদের মধ্যে পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসক।

পাটগ্রাম উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন জাহানারা বেগম (৪৫)। তিনি বলেন, ‘বিয়ে বাড়িতে নাস্তা খাওয়ার পর চা পান করেছি। এর কিছুক্ষণ পর শরীরে বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে। সবাই একই কথা বলছিল। পরে জানতে পারি কীটনাশক পান করেছি।’

এই ব্যাপারে ওই বিয়ে বাড়ির সবাই বলছেন, এত বড় ভুল হতে পারে না। প্রতিবেশী বা অন্য কেউ  শত্রুতার জেরে কাজটি করতে পারে।

স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডা. সাইফুল ইসলাম বলেন, ‘অসুস্থদের লক্ষ্য করা গেছে তারা বিষাক্ত কিছু পান করেছেন। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমানে এ হাসপাতালে সাতজন চিকিৎসা নিচ্ছেন। আরও পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য রমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য আতাউর রহমান বলেন, ‘আমার ভাতিজির বিয়েতে ভুলবশত এ ঘটনা ঘটেছে। রান্নাঘরে চায়ের পাতা রাখা কৌটার পাশে কীটনাশক বাসডিনের প্যাকেট ছিল বলে ধারণা করা হচ্ছে।’

স্থানীয় ইউপি চেয়ারম্যান চেয়ারম্যান রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বর্তমানে ১২ জন রোগী সুস্থ আছেন। তাদের চিকিৎসা চলছে।’

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, ভুলবশত এমন ঘটনা ঘটেছে। তবে জানতে পেরেছি সবাই সুস্থ আছেন।

বুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner