1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

বান্দরবানে বন্য হাতির আক্রমণে বৃদ্ধা নিহত

জেলা প্রতিনিধি, বান্দরবান প্রকাশিত: নভেম্বর ৪, ২০২২, ০৩:৩০ পিএম বান্দরবানে বন্য হাতির আক্রমণে বৃদ্ধা নিহত

বান্দরবানঃ লামা উপজেলায় বন্যহাতির আক্রমণে খাদিজা বেগম (৬৭) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। শুক্রবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৭টায় উপজেলার আজিজ নগর ইউনিয়নে ধানক্ষেতে কাজ করার সময় অতর্কিত বন্যহাতি হামলা করলে ঘটনাস্থলে তিনি নিহত হন।

খাদিজা বেগম ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড চিউনি সোহরাব পাড়ার বাসিন্দা মৃত ফজর আলির স্ত্রী।

আহতরা হলেন—প্রতিবেশী মোজাম্মেল বয়াতি (৬৮) ও আমির আলি (৭৫) নামে দুইজন।

বিষয়টি নিশ্চিত করেন আজিজ নগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. জসিম উদ্দিন কোম্পানি।

স্থানীয় সুত্রের বরাতে চেয়ারম্যান মো. জসিম উদ্দিন কোম্পানি জানান, সকাল সাড়ে ৭টার সময় নিহত খদিজা বেগম নিজের ধানক্ষেতে কাজ করছিলেন। হঠাৎ কোন্দিক থেকে বন্যহাতিটি এসে আক্রমণ করে। ঘটনাস্থলে ওই বৃদ্ধা নিহত হন। আহত হন মোজাম্মেল বয়াতি ও আমির আলি নামে আরও দুজন। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে চকরিয়া হাসপাতালে পাঠানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার হাসপাতালে পাঠানো হয়েছে 
নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। অন্যান্য আইনি প্রক্রিয়া চলমান আছে বলে জানিয়েছেন ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন কোম্পানি।

লামা বিভাগীয় বন কর্মকর্তা মো. আরিফুল হক বেলাল জানান, লামা উপজেলায় হাতি ও মানুষের দ্ধন্ধ আছে। উভয়ের নিরাপদ আবাস স্থলের জন্য সচেতনতামূলক কর্মসূচি চালু করা হবে।  প্রয়োজনে আবারও লামা উপজেলা পরিষদে বসে সবার সঙ্গে আলোচনা করা হবে। যাতে মানুষ ও হাতির নিরাপদে বাস করতে পারে সেই ব্যবস্থা নেওয়া হবে।

নিহত বৃদ্ধার জন্য সরকারের পক্ষ থেকে বন আইন মোতাবেক ক্ষতিপূরণ দেওয়া ব্যবস্থা করা হবে বলে জানান এই বন কর্মকর্তা।

বুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner