1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

শিক্ষাপ্রতিষ্ঠানে করোনার প্রভাব পড়বে না: শিক্ষামন্ত্রী

জেলা প্রতিনিধি, চাঁদপুর প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২২, ০৪:১৪ পিএম শিক্ষাপ্রতিষ্ঠানে করোনার প্রভাব পড়বে না: শিক্ষামন্ত্রী

চাঁদপুরঃ শিক্ষার্থীদের টিকার আওতায় আনা হয়েছে জানিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শিক্ষাপ্রতিষ্ঠানে করোনা প্রভাব পড়বে না।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুরে চাঁদপুর বড় স্টেশন মোলহেডে নৌ পুলিশের আয়োজনে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, করোনা টিকাগ্রহণের সাফল্যে বিশ্বে বাংলাদেশ পঞ্চম স্থানে রয়েছে। দেশের বেশিরভাগ মানুষ ও প্রায় সব শিক্ষার্থীকে আমরা টিকার আওতায় নিয়ে এসেছি। এখন ৫-১১ বছর বয়সী শিশুদেরও টিকার আওতায় নিয়ে আসা হচ্ছে। মাঝে মধ্যে করোনা আক্রান্তের সংখ্যা একটু বাড়লেও আমরা আশা করছি শিক্ষাপ্রতিষ্ঠান এবং শিক্ষার্থীদের কোনো অসুবিধা হবে না। কারণ তারা এরই মধ্যে টিকা নিয়েছে এবং তারা সুরক্ষিত থাকবে বলে আমরা আশা করি। তবে টিকা দেওয়া থাকুক বা না থাকুক আমাদের সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করতে হবে।

এর আগে আলোচনা সভায় দীপু মনি বলেন, ‘ইলিশ উৎপাদনে সারা বিশ্বে বাংলাদেশ প্রথম। সবাই মিলে চাঁদপুরের ইলিশ সম্পদ রক্ষা করতে হবে। রাষ্ট্রের সম্পদ রক্ষায় পুলিশ কাজ করছে। তাদের ওপর হামলা দুঃখজনক। এটি দণ্ডনীয় অপরাধ।’

তিনি আরও বলেন, ‘দেশের সম্পদ বিনষ্টে জড়িতদের অবশ্যই আইনের আওতায় নিয়ে আনতে হবে। কারণ, আগে রাষ্ট্রের সম্পদ রক্ষা করা জরুরি। জেলেদের পেছনে যেসব প্রভাবশালী বা বিত্তশালীরা রয়েছে, তাদেরও চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।’

মানবাধিকারের বিষয়ে দীপু মনি বলেন, ‘এত বড় বড় দেশ আমাদের মানবাধিকার নিয়ে প্রশ্ন তোলে। অথচ মানবাধিকার কাউন্সিলে আমরা সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছি। এটি কেউ দয়া করে দেয়নি। এটি বাংলাদেশের যে অবস্থান, সম্মান, বাংলাদেশ দুর্নীতি দমনে, সন্ত্রাস দমনে, জঙ্গিবাদ দমনে যে বলিষ্ঠ ভূমিকা পালন করেছে এবং জনগণের ক্ষমতায়নে যে ভূমিকা রেখেছে সেই কারণে।’

চাঁদপুর অঞ্চলের নৌ পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় নৌপুলিশের অতিরিক্ত আইজি মো. শফিকুল ইসলাম, জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মিলন মাহমুদ, নৌপুলিশ সুপার মো. কামরুজ্জামান, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল প্রমুখ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভা শেষে বড় স্টেশন মোলহেড থেকে একটি নৌ-র‌্যালি বের হয়ে হাইমচর উপজেলার নীলকমল পর্যন্ত প্রদক্ষিণ করে।

এমবুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner