
বরগুনাঃ জেলার বেতাগীতে সাড়ম্বরে চলছে সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। বিশেষ নিরাপত্তায় মন্ডপ মন্ডপে বসানো হয়েছে সিসি ক্যামেরা।
উপজেলা পূজা উদযাপন পরিষদের দেওয়া হিসেবে মতে আগের তুলনায় এবারে ৪টি বেশি মন্ডপে পূজার আয়োজন করা হয়েছে। পহেলা অক্টোবর মহাষষ্ঠির মধ্যে দিয়ে শুরু হয়েছে পূজার মূল আনুষ্ঠানিকতা। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি পরেশ চন্দ্র কর্মকারের নেতৃত্বে রবিবার (২ অক্টোবর) পৌর শহরে বের হয় একটি শোভাযাত্রা।
জানা গেছে, এ উপজেলায় গত বছরের তুলনায় এ বছর ৪ টি পূজা মন্ডপ বেড়েছে। ৩৭ টি মন্ডপে দুর্গা প্রতিমা তৈরি করা হয়েছে। এর মধ্যে বেতাগী পৌরসভায় ২টি, বিবিচিনি ইউনিয়নে ৬টি, বেতাগী সদর ইউনিয়নে ২টি, হোসনাবাদে ৬টি, মোকামিয়ায় ৬টি, বুড়ামজুমদারে ৯টি, কাজিরাবাদে ২টি ও সড়িষামুড়ি ইউনিয়নে ৪টি টি পূজা মন্ডপে প্রতিমা করা হয়।
চলছে অতিথিদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময়। কেন্দ্রীয় সার্বজনীন কালী মন্দিরে বেতাগী পৌরসভার মেয়র আলহাজ্ব এবিএম গোলাম কবির, উপজেলা চেয়ারম্যান মাকসুদুর রহমান ফোরকান, ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম পিন্টু সেখানে পৌঁছলে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি পরেশ চন্দ্র কর্মকার, কেন্দ্রীয় সার্বজনীন কালী মন্দিরের সভাপতি এডভোকেট বিমান কান্তি গুহ,সম্পাদক সুভাষ চন্দ্র মন্ডল, পূজা উদযাপন পর্ষদের সভাপতি তপন কর্মকার, সাধারণ সম্পাদক তরুন কুমার বনিকসহ অন্যান্যরা তাদের স্বাগত জানান।
সরেজমিনে দেখা গেছে, উপজেলা প্রশাসন ও বেতাগী থানা পুলিশের পক্ষ থেকেও দুর্গোৎসবকে সুষ্ঠু ও সুন্দর ভাবে সম্পন্ন করতে তাঁদের সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। মন্ডপ গুলোতে বসানো হয়েছে সিসি ক্যামেরা এমনটাই জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মো: সুহৃদ সালেহীন ও বেতাগী থানার অফিসার ইনচার্জ মো: শাহ আলম হাওলাদার।
সাইদুল ইসলাম মন্টু/এসএস