1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

দুপচাঁচিয়ার মাঠে শামুকখোল পাখি

উপজেলা প্রতিনিধি, দুপচাঁচিয়া (বগুড়া) প্রকাশিত: জুন ২৮, ২০২২, ০১:৫৯ পিএম দুপচাঁচিয়ার মাঠে শামুকখোল পাখি

বগুড়াঃ জেলার দুপচাঁচিয়া উপজেলার বিভিন্ন এলাকার ফাঁকা ফসলের মাঠে আকস্মিকভাবে বিচরন করছে শামুকখোল পাখি। কিছুটা অচেনা ও অজানা পাখি হওয়ায় কৌতূহলভাবে তাদের প্রত্যক্ষ করছে অনেকেই।

পাখিগুলো সম্পর্কে জানতে চাইলে দুপচাঁচিয়া জাহানারা কামরুজ্জামান কলেজের কৃষি বিভাগের সহকারি অধ্যাপক দিনেশ চন্দ্র বসাক বলেন, শামুকখোল জলচর এবং পানিকাটা স্বভাবের পাখি। শামুকখোল পাখি দেখতে অনেকটা বকের মত। এদের ওজন ৩ থেকে ৪ কেজি হয়ে থাকে। শামুক এদের প্রিয় খাদ্য। লম্বা ঠোঁট দিয়ে শামুকের খোল ভেঙ্গে ভিতরের মাংসল অংশ ঠোঁট উপরের দিকে রেখে খেয়ে ফেলে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, শামুকখোল পাখি আর আগের মত নাই।

তিনি আরও বলেন, প্রকৃতির অকৃত্রিম বন্ধু শামুকখোল পাখির প্রজাতী রক্ষার জন্য আবাস নিশ্চিতকরনসহ পাখি ধরা এবং মারা বন্ধ করতে হবে।

এমবুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner