1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

খাদ্যের অভাবে কেউ কষ্ট পাবে না: হানিফ

জেলা প্রতিনিধি, সিলেট প্রকাশিত: জুন ২৭, ২০২২, ১০:১৯ পিএম খাদ্যের অভাবে কেউ কষ্ট পাবে না: হানিফ

সিলেটঃ আওয়ামী লীগ সরকারের আমলে ত্রাণের জন্য কিংবা খাদ্যের অভাবে কেউ কষ্ট পাবে না বলে মন্তব্য করছেন দলটির যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি।

সোমবার (২৭ জুন) সন্ধ্যায় সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, বন্যায় ক্ষতিগ্রস্থ সকল পরিবারকে পুনর্বাসন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যাদের ঘরবাড়ি নষ্ট হয়েছে, তাদের ঘরবাড়ি পূণনির্মাণের জন্য সরকারের তরফ থেকে সর্বোচ্চ সহায়তা করা হবে।

এর আগে, সকালে সিলেট পৌঁছে দিনভর তিনি সুনামগঞ্জ ও সিলেটের বিভিন্ন স্থানে বন্যাদুর্গতদের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ত্রাণ বিতরণ করেন। এ সময় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দীসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

ত্রাণ বিতরণ শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে হানিফ আরও বলেন, দুর্যোগে দুর্বিপাকে বাংলাদেশ আওয়ামী লীগ সবসময় জনগণের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও পাশে থাকবে।

তিনি বলেন, সিলেট অঞ্চল বন্যা আক্রান্ত হওয়ার পরপরই এই অঞ্চলের মানুষের প্রতি ভালোবাসার টানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেট, সুনামগঞ্জ ও নেত্রকোনার বন্যা কবলিত এলাকা সরে জমিনে পর্যবেক্ষণ করতে আসেন। তিনি দল এবং স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছেন, বন্যা উপদ্রুত এলাকার কোন মানুষ যেন অর্ধাহারে অনাহারে কষ্ট না পায় সেদিকে সজাগ দৃষ্টি রাখতে। আমরা আশ্বস্ত করতে পারি, জননেত্রী শেখ হাসিনা যতদিন ক্ষমতায় আছেন এদেশের কোন মানুষ অনাহারে অর্ধাহারে থাকবে না।

সিলেটে বন্যা মোকাবেলায় সরকারের উদ্যোগের কথা উল্লেখ করে তিনি বলেন, সিলেটে বন্যা আক্রান্ত হওয়ার সাথে সাথে বানভাসি মানুষদের উদ্ধারে বেসরকারি প্রশাসনকে সহায়তা করতে সেনাবাহিনী মোতায়েন করা হয়। পর্যাপ্ত পরিমাণ ত্রাণ ও নগদ অর্থ বরাদ্দ প্রদান করা হয়েছে। যা জেলা প্রশাসন ও জনপ্রতিনিধিদের মাধ্যমে পরিচালিত হয়ে আসছে। পাশাপাশি দলীয় ভাবে দূর্গত মানুষের পাশে দাঁড়াতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলকে নির্দেশ প্রদান করেছেন।

সংবাদ সম্মেলনে হানিফ আরও বলেন, ভারতের নদীগুলো থেকে হঠাৎ করে ঢল নেমে এই অঞ্চলে বন্যার সৃষ্টি হয়। এ ব্যাপারে পানি বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে স্থায়ী সমাধানের পথ বের করতে হবে। আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরকে এ বিষয়ে অবহিত করব।

তিনি বলেন, আমাদের দেশে সরকার বা সাংবাদিক কিছু একটা বললেই নেতিবাচক মন্তব্য চলে আসে। নেতিবাচক বক্তব্য দেশের জন্য কখনোই ভালো নয়। আমাদেরকে ইতিবাচক কথা বলতে হবে। সবাই ইতিবাচক হলে সীমিত সম্পদ নিয়েই আমাদের দেশ অনেক দূর এগিয়ে যাবে।

ত্রাণ বিতরণ কার্যক্রমে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে উপস্থিত ছিলেন- সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন, সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সভাপতি মাসুক উদ্দিন আহমদ, সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ সুজাত আলী রফিক, সিলেট জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক কবির উদ্দিন আহমদ, সাংগঠনিক সম্পাদক রনজিত সরকার, কোষাধ্যক্ষ শমশের জামাল, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ্ব মাহতাব উল হাসান সমুজ, নুরুল ইসলাম, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য শহীদুর রহমান জাবেদ প্রমুখ।

এসএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner