1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

ঘোড়ার দৌড় দেখতে হাজারো মানুষের ভিড়

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জুন ৩, ২০২২, ০৭:৫০ পিএম ঘোড়ার দৌড় দেখতে হাজারো মানুষের ভিড়

সাতক্ষীরাঃ তালায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়ার দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ মে) বিকেল ৪টায় ইসলামকাটি ইউনিয়নের চল্লিশা বিলে এ ঘোড়ার দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়।

ইসলামকাটি ইউনিয়নের ডেমসাখোলা গ্রামের যুবকরা মিলে এ ঘোড়ার দৌড় প্রতিযোগিতার আয়োজন করে। আয়োজনে সভাপতিত্ব করেন ইসলামকাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক।

ঘোড়ার দৌড় প্রতিযোগিতাকে ঘিরে আশপাশের এলাকা থেকে হাজারো মানুষ জড়ো হয় চল্লিশা বিলে। দৌড় দেখতে আগত জাহিদ হোসেন জানান, দীর্ঘদিন পর বিনোদনের জন্য ঘোড়ার দৌড় দেখতে এসেছি। এখন সাধারণত গ্রামাঞ্চলে কোনো বিনোদনের ব্যবস্থা নেই। এ ছাড়া করোনার কারণে দুই বছর মানুষ ছিল গৃহবন্দী। গ্রামাঞ্চলের নারী-পুরুষ সবাই মিলে ঘৌড় দৌড় প্রতিযোগিতা উপভোগ করছেন।

ঘোড়ার দৌড় প্রতিযোগিতা উপভোগ করতে আসা পার্শ্ববর্তী মাঝিয়াড়া গ্রামের মনিরুল ইসলাম জানান, আমরা কয়েকজন বন্ধু মিলে এখানে এসেছি। শান্তিপূর্ণ পরিবেশে ঘোড়ার দৌড় প্রতিযোগিতা উপভোগ করছি। 

ইসলামকাটি ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য আলামিন হোসেন ও যুবদল নেতা ফারুক হোসেনের পরিচালনায় আয়োজনে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, বিশেষ অতিথি ছিলেন তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান, তালা প্রেসক্লাব সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান এস.এম নজরুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

ঘোড়ার দৌড় প্রতিযোগিতার আয়োজকদের মধ্যে অন্যতম ছিলেন রবিউল ইসলাম, ইমদাদুল ইসলাম, আমিনুর রহমান, রাকিব, তরিকুল ইসলাম, হাফিজুর রহমান, ফারুক হোসেনসহ আরও অনেকে। প্রতিযোগিতায় খুলনা বিভাগের বিভিন্ন জেলা থেকে ১৮টি ঘোড়া অংশগ্রহণ করে।

এসএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner