1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

সুন্দরবনে জেলেকে ধরে নিয়ে গেছে বাঘ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মে ২২, ২০২২, ১০:৫৩ এএম সুন্দরবনে জেলেকে ধরে নিয়ে গেছে বাঘ

সাতক্ষীরাঃ সুন্দরবনের নোটাবেকি এলাকা থেকে কাওছার গাইন (২৭) নামের এক জেলেকে বাঘে ধরে নিয়ে গেছে বলে খবর পাওয়া গেছে।

শনিবার (২১ মে) এ ঘটনা ঘটে। তবে তার মরদেহ এখনো পাওয়া যায়নি। কাওছার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের রাজ্জাক গাইনের ছেলে।

স্থানীয় জেলে মো. শরিফুল ইসলাম বলেন, বৈধ পাশ নিয়ে বৃহস্পতিবার সুন্দরবনের মাছ ধরতে চান কাওছার। শনিবার নোটাবেকি খাল এলাকায় মাছ ধরার সময় হঠাৎ বাঘের আক্রমণের শিকার হয়। বাঘ তাকে ধরে নিয়ে যায়। তবে এখনো তার মরদেহ উদ্ধার করা যায়নি।

বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা নুর আলম জানান, বাঘের আক্রমণে কওসার গাইন নামে এক বনজীবী নিহত হওয়ার খবর পেয়েছি। রোববার সকাল সাড়ে ৯টার দিকে ২৫ সদস্যের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। গত ২২ মার্চ বুড়িগোয়ালিনী স্টেশন থেকে মধু আহরণের পারমিট নিয়ে দুটি নৌকায় সুন্দরবনে প্রবেশ করে ১৩ জন মৌয়াল। নিহত কাওছার গাইন তার মধ্যে একটি নৌকার মাঝি ছিলেন।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কর্মকর্তা এমএ হাসান বলেন, খবরটি পাওয়ার পর আমার বিষয়টি নিশ্চিত হওয়ার চেষ্টা করছি।

এমবুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner