1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

বিষমুক্ত সবজি চাষে ঝুঁকছেন বাহুবলের কৃষকরা

হবিগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২২, ০৫:১৮ পিএম বিষমুক্ত সবজি চাষে ঝুঁকছেন বাহুবলের কৃষকরা
ছবিঃ আগামী নিউজ

হবিগঞ্জঃ পরিবেশ বান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পের আওতায় বিষমুক্ত সবজি চাষে দিন দিন আগ্রহ বাড়ছে হবিগঞ্জের বাহুবলের কৃষকদের। এরমধ্যে বিষমুক্ত সবজি চাষে তৌহিদ মিয়া নামে এক কৃষক সফলতাও পেয়েছেন।

 তৌহিদ মিয়া জানান, বাহুবল উপজেলার লামাতাশি ইউনিয়নের হাফিজপুর গ্রামে ১০ শতাংশ জমিতে নেট-হাউজ পদ্ধতিতে বাধা কপির চাষ করেন তিনি। উপজেলা কৃষি অফিসের সার্বিক সহযোগিতায় মাত্র ৫ হাজার টাকা ব্যয় করে ২৪ হাজার টাকার কপি বিক্রি করেছেন। তিনি আরও জানান, তিনি তার ক্ষেতে জৈব কেচো কম্পোস্ট ও জৈব কীটনাশক ব্যবহার করেছেন। রাসায়নিক সার কিংবা কীটনাশক ব্যবহার না করায় একদিকে যেমন উৎপাদন খরচ কম হয়েছে অন্যদিকে ভালো দামে বিক্রি করতে পেরেছেন।  

লামাতাশি ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা শামিমুল হক শামীম জানান, পরিবেশ বান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পের আওতায় লামাতাশি ইউনিয়নের দ্বিমুড়া ব্লকের নেট হাউজ, হলুদ ফাঁদ, ফেরুমন ফাঁদের মাধ্যমে ক্ষতিকর পোকা দমনের মাধ্যমে চাষকৃত ফুলকপি, বাধাকপি, স্কোয়াশ, ব্রুকলি চাষাবাদ হচ্ছে। এতে কৃষকরা লাভবান হচ্ছেন।

একই বিষয়ে বাহুবল উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল আওয়াল বলেন, পরিবেশ বান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পের আওতায় সারাদেশে ২০ টি উপজেলায় মডেল ইউনিট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছিলো। সিলেট বিভাগের মধ্যে বাহুবল উপজেলার লামাতাশি ইউনিয়নে একটি আইপিএম মডেল ইউনিট স্থাপন করা হয়েছে। এই প্রকল্পের আওতায় ৫ শ জন কৃষককে ৫ টি প্রশিক্ষণ প্রদান এবং তাদেরকে সকল উপকরণ প্রকল্পের মাধ্যমে দেওয়া হচ্ছে। লামাতাশি ইউনিয়নে ২ একর জমিতে নেটহাউজের তৈরি করে ফুলকপি, বাধাকপি, স্কোয়াশ, ব্রুকলি চাষাবাদ হচ্ছে। এছাড়াও উপজেলায় ৪০ হেক্টর জমিতে জৈব কীটনাশক ব্যবহার করে নিরাপদ ফসল উৎপাদন করা হচ্ছে। আমরা কৃষকদেরকে সার্বক্ষণিক পরামর্শ ও সহযোগিতা করে যাচ্ছি।

আগামীনিউজ/শরিফ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner