1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

বিরলে নৌকার প্রার্থীদের মনোনয়ন জমা

দিনাজপুর প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২২, ০৭:৩১ পিএম বিরলে নৌকার প্রার্থীদের মনোনয়ন জমা
ছবিঃ আগামী নিউজ

দিনাজপুরঃ জেলার বিরলে ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন জমার শেষ দিনে স্বত:স্ফুর্ত অংশ গ্রহনে ৬ ইউনিয়নের নৌকা প্রার্থীদের মনোনয়ন জমা। 

সোমবার ৩ জানুয়ারি (সোমবার) দুপুরে স্বত:স্ফুর্ত অংশগ্রহনের মধ্য দিয়ে উপজেলার ষষ্ঠ ধাপের ৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা  মার্কার প্রার্থীদের সাথে নিয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সবুজার সিদ্দিক সাগর ও সাধারণ সম্পাদক বাবু রমাকান্ত রায়ের নেতৃত্বে ৬ প্রার্থীকে সাথে নিয়ে রিটার্নিং কর্মকর্তাগনের কাছে পৃথক পৃথক ভাবে মনোনয়ন পত্র জমা দেন।   

এ সময় ৪নং শহরগ্রাম, ৬নং ভান্ডারা,১০নং রানীপুকুর ও ৩নং ধামইর, , ৮নং ধর্মপুর, ৯নং মঙ্গলপুর ইউনিয়নের আওয়ামীলীগ মনোনীত প্রার্থীদের নিকট মনোনয়ন পত্র গ্রহণ করেন রিটার্নিং কর্মকর্তা মো আব্দুল কুদ্দুস (নির্বাচন অফিসার বিরল) এবং তজ্জলি আক্তার(নির্বাচন অফিসার কাহারোল)।    

৬টি ইউনিয়নের আওয়ামী লীগের দলীয় মনোনিত  প্রার্থীরা হলেন  ০৩নং ধামইর মোঃ মোসলেম উদ্দিন, ০৪ নং শহরগ্রাম মোঃ ওয়াহেদ আলী, ০৬নং ভান্ডারা মোঃ মামুনুর রশিদ, ০৮নং ধর্মপুর সাবুল চন্দ্র সরকার, ০৯নং মঙ্গলপুর মোঃ সিরাজুল ইসলাম ও ১০নং রানীপুকুর আল্লামা আজাদ ইকবাল লাবু।

এখন পর্যন্ত ৬ ইউপিতে চেয়ারম্যান পদে মোট ৩৫ জন, সাধারন সদস্য পদে মোট ১৯৭ ও সংরক্ষিত  নারী সদস্য পদে মোট ৭৫ জনের মনোনয়নপত্র দাখিল করেছেন। তফসিল অনুযায়ী আগামী ৩১ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

আগামী নিউজ/এসএস 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner