1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

সৌরবিদ্যুৎ চালিত ক্ষুদ্র হিমাগার পেয়েছে ম্রলং পাড়াবাসীরা

উথোয়াইচিং মারমা, বান্দরবান প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২১, ০৮:৩৮ পিএম সৌরবিদ্যুৎ চালিত ক্ষুদ্র হিমাগার পেয়েছে ম্রলং পাড়াবাসীরা
ছবিঃ আগামী নিউজ

বান্দরবানঃ পার্বত্য জেলা পরিষদ বাস্তবায়নে ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও এসআইডি-সিএইচটি ও ইউনাইডেট ন্যাশন ডেভেলপমেন্ট পোগ্রাম (ইউএনডিপি) অর্থায়নে ৩৩ লক্ষ টাকা ব্যয়ে সৌর বিদ্যুৎ চালিত ক্ষুদ্র হিমাগার স্থাপন করা হয়েছে। 

শনিবার (৪ নভেম্বর) বিকেলে বান্দরবান সদর উপজেলা সুয়ালক ইউনিয়নে ম্রলং পাড়ায় শুভ উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। 

উদ্বোধনী শুরুতেই ম্রো সম্প্রদায়ের নিজেদের  সংস্কৃতির ঐতিহ্যবাহী প্লুং বাঁশি বাজিয়ে আগত অতিথিদের বরণ করে নেন। পরে হিমাগার উদ্বোধন শেষে আলোচনা সভা আয়োজন করা হয়। 

পাড়াবাসীরা জানান, তাদের ক্ষেত-খামার থেকে উৎপাদিত ফসল দীর্ঘদিন সংরক্ষণের জন্য বেগ পেতে হচ্ছে। তা কয়েকদিনের মধ্যে সেগুলো পঁচে যায়। বর্তমানে সোলার বিদুৎ চালিত হিমাগারের মাধ্যমে তা কয়েকদিন যাবৎ সংরক্ষণ করতে পারবে। তাদের বাজারজাতকরণের সুবিধা পাশাপাশি নায্যমূল্য থেকে বঞ্চিত হবে না। এতে গ্রামবাসীরা খুশি। যাঁরা সহযোগিতা করেছেন তাদেরকে সাধুবাদ জানিয়েছেন গ্রামবাসীরা। 

ইউএনডিপি প্রকল্প কর্মকর্তারা জানান, এই সোলার প্যানেলের মাধ্যমে ঘরের ভিতরে সবজিগুলো দীর্ঘদিন সংরক্ষণ করা যাবে। সেই সাথে হিমাগারে ফলমূল সংরক্ষণ করে রাখতে চাইলে প্রতি মণে ১০ টাকা করে মাসে ৩০০ টাকা দিতে হবে বলে জানান তাঁরা। 
উদ্বোধনকালে মন্ত্রী বলেন, ইউএনডিপি অর্থায়নের যেটা দিচ্ছে সেটি পরীক্ষামূলক। তাদের উৎপাদিত ফসল যদি হিমাগারে মাধ্যমে সংরক্ষণ করে সঠিক মত বাজারজাত করতে পারলে এবং সফলতা আসলেই এটাকে তিন পার্বত্য জেলার আরো সস্প্রসারণ করার পরিকল্পনা আছে। 

মন্ত্রী আরও বলেন, প্রত্যন্ত অঞ্চলের বিশেষ করে গরীবের ঘরে ঘরে বৈদ্যুতিক লাইন পৌঁছে দেওয়ার জন্য সরকার কাজ করে যাচ্ছে। যেসব এলাকায় বিদ্যুৎ সংযোগ নেই এসব এলাকায় সোলার পৌঁছে দেওয়া হবে বলে তিনি জানান। 

এসময় লাইভলিহুড ও কমিনিউটি মোবিলাইজেশন কর্মকর্তা মো: তারিক আকবর সঞ্চালনায় জেলা পরিষদে মুখ্য নির্বাহী এ টি এম কাউছার, অতিরিক্ত পুলিশ সুপার সরোয়ার রেজা, ইউএনডিপি প্রকল্প পরিচালক খুশী রায় ত্রিপুরা, জেলা পরিষদের সদস্য সিইয়ং খুমী, পরিষদের নারী সদস্য তিংতিংম্যা মার্মা, উপজেলা সার্চ সহায়ক মংচিংনু মারমাসহ এলাকাবাসী ও গণমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

আগামীনিউজ/এসআই

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner