Dr. Neem on Daraz
Victory Day
ড. নিম হাকিমের কবিতা

আমি যা


আগামী নিউজ | ডঃ নিম হাকিম প্রকাশিত: এপ্রিল ১০, ২০২১, ০৩:৩১ পিএম
আমি যা

ড. নিম হাকিম। ছবিঃ সংগৃহীত

আমি দূরবীন দিয়ে দেখিনে
শুনিনি এয়ার ফোনে
দেখি দাঁড়ায়ে কোন মুক্ত মাঠে
বাতাসেই শুনি কানে।

কোন নর্তকীর নৃত্য নয়
নয় কোন গোলাপের শোভা
কোন স্নিগ্ধ সমীরণ নয়
নয় গোধুলির আভা।

কোন নাটকের সংলাপ নয়
নয় প্রেমিক- প্রেমিকার আলাপ
কোন এতিম বালকের ক্রন্দন
অথবা দঃখিনী মায়ের প্রলাপ।

আমি কোন দ্রুতগামী পাখি
অথবা জেট বিমান নই
আমি পালক ভাঙ্গা পাখি 
অথবা মাঠে চলা মই।

আমি চলি নোংরা পথে 
আর বস্তিতে করি বাস
কোন আধুনিকতার চাহনি দেখি না
এটা নয় আমার কাজ।

দেখনি চপল চাহনি 
করিনে কোন কল্পনা
নেই জীবনে কোন রসনা
তাই করিনে কোন বাসনা।

আগামীনিউজ/নাসির

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে