Dr. Neem on Daraz
Victory Day

এবার লেখক হিসেবে আত্মপ্রকাশ সালমান মুক্তাদিরের


আগামী নিউজ | আগামীনিউজ ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২০, ১২:১৮ পিএম
এবার লেখক হিসেবে আত্মপ্রকাশ সালমান মুক্তাদিরের

ঢাকা : ইউটিউবার, সংগীতশিল্পী, অভিনেতা হিসেবে পরিচিতির পর এবার লেখক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন সালমান মুক্তাদির। একুশে বইমেলায় বই নিয়ে হাজির হচ্ছেন সময়ের ব্যস্ততম এই অভিনেতা।

আগামী ২ ফেব্রুয়া‌রি থেকে শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। আর এই মেলা‌য়ই আসছে সালমানের প্রথম বই ‘বিহাইন্ড দ্য সিন’। বইটি প্রকাশ করছে অধ্যায়ন প্রকাশনী।

বইমেলার ১৭ নম্বর প্যাভিলিয়নে পাওয়া যাবে বইটি। শুধু তাই নয়, রকমারি থেকেও যে কেউ বইটি প্রি-অর্ডার করে পেতে পারেন।

নতুন বই নিয়ে সালমান মুক্তাদির বলেন, ‘আমার বইটি কোনো গুরুগম্ভীর নয়, তবে বইটা একদমই আলাদা। আমি যা চিন্তা ক‌রি তাই লিখেছি বইতে। এই বইয়ে এমন কিছু লিখেছি যা কোনো স্কুল-কলেজের বইয়ে নেই।’

সালমান মুক্তা‌দির আরো বলেন, ‘আমার অর্জন করতে ভালো লাগে, নতুন কিছু করতে চেষ্টা করি। যেটা সবসময়ই সত্যি সেটাই থাকছে বইয়ে। মানুষের ভণ্ডামি, অযৌক্তিকতা, হিউম্যান সাইকোলজি আর মানুষের স্বভাব নিয়ে লিখেছি।’

আগামীনিউজ/বিআর/এনএনআর

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে