Dr. Neem on Daraz
Victory Day

তুমি বিজয়


আগামী নিউজ | খান সাহরিয়ার  প্রকাশিত: ডিসেম্বর ১৬, ২০২১, ১১:৫৯ এএম
তুমি বিজয়

ছবিঃ আগামীনিউজ

তুমি এসেছো বাংলার আল পথ ধরে এক সাগর রক্তের  বিনিময়ে।
মা তুমি ডেকো নাকো মোরে ঘুমিয়ে আছি তোমারি চরন তলে। 
নয় টি মাসের বিনিময়ে নয় শুধু লাখো মায়ের চোখের জ্বলে ভেসে এসেছো তুমি হে বিজয়।
কত শিশু করেছিলো আর্তনাদ, জলন্ত উনুনে পুরে ছাই কত তাজা প্রান।
 কত মা খালি করেছে কোলখানা, নীড়ে আর ফেরেনি খোকা।  
নববধূ সেজে বসে থাকা নারীর পড়তে হয়েছিল বিধবার সাদা  শাড়ী। 
বাবা বলে ডাকতে পারেনি আর খোকা কোনো দিন কোনো ক্ষনে। 
বাবার সাদা শার্ট লাল হয়েছিলো দোনালার বিকট আওয়াজে। 
কত বোন হারিয়েছে ইজ্জত গণকবরেও মেলেনি কারো খোঁজ। 
তুমি বাংলা আমি বাঙালি, তুমি ভাষা আমি বাংলায় কথা বলি।
মায়ের মুখে শুনেছি এ বাংলার বুকে চাপা দেয়া আছে তাজা প্রান।
মাটির গন্ধে মিশে আছো মাগো তুমি সকাল বেলায় সবুজের বুকে রক্তের প্রতিছবি।
লালা সবুজের সে খন্ড কাপর আনতে মাগো তুমি দিয়েছো কত সন্তান জলাঞ্জলি। 
রাতও কেঁদেছে, কেঁদেছে আকাশ, বাতাস
 বিরামহীন তারা কেঁদে যায় আজও।
 সেই রক্ত দিয়েই এখনো মা তুমি সকাল বেলায় সাজো।

আগামীনিউজ/নাসির

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে