Dr. Neem on Daraz
Victory Day
ড. নিম হাকিমের কবিতা

মনের অজান্তে


আগামী নিউজ | সাহিত্য ডেস্ক প্রকাশিত: জুলাই ২৫, ২০২১, ১২:২৭ পিএম
মনের অজান্তে

ছবিঃ ড. নিম হাকিম

মনের অজান্তে অনেক সময় পেরিয়ে গেছে
ছোট অনেক কিছুই হয়ে গেছে অনেক বড়
ফুল-ফল ধরে অনেক গাছ হয়েছে বৃদ্ধ।

অনেক নদীতে পড়েছে চর, হয়েছে রাস্তাঘাট
বালক থেকে হয়েছি কিশোর
কিশোর থেকে যুবক আর বৃদ্ধ
এখন মৃত্যুর সাথে করছি যুদ্ধ।

সময় কিভাবে চলে গেল
কিছুই তো বুঝতে পারলাম না।

হটাৎ যখন মনে হলো
এখন সময় কত?
আয়নায় চেহেরাটা দেখি
আমি এখন সত্যি বৃদ্ধ।

ছোট যে খুকিটি হাঁটতে  জানত না
তার কোলেও আরেক খুকি
সে এখন মা
এটাও কি জানা ছিল না?

পেছনে ফেলে আসা দিনগুলো
কিভাবে কেটেছে সবই ভুলে গেছি
মনের অজান্তে স্মৃতির আঙ্গিনায়।

কিছু দুঃখ- বেদনার কথা
যা বলা হয় নি আজও
আর বলা হবে কিনা তাও জানি না।

কি করেছি কি পেয়েছি
আর কিইবা দিয়েছি
হিসাব তো কোন দিন মিলাই নি
শুধু রয়ে গেছে সেই বেদনা।

স্বাভাবিক কিছু ঘটনার স্মৃতি ভুলতে পারিনি।
অনেক আশা-আকাঙক্ষা ম্লান হয়ে গেছে
কিছুই নেই মানসপটে
আছে কিছু বেদনা।

এক সম্যের তীব্র বাসনাগুলো
কিভাবে যে মুছে গেলো
তাও বুঝতে পারলাম না।
অনেক কিছুই করা হলো না
সময় চলে গেল মনের অজান্তে।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে