Dr. Neem on Daraz
Victory Day

বিনাশী


আগামী নিউজ | কবি হাবিব হোসাইন সুমন প্রকাশিত: মার্চ ৩, ২০২১, ০৭:১৫ পিএম
বিনাশী

ছবি: আগামী নিউজ

কবিতা: বিনাশী

আমি তৃপ্ত মনের অতৃপ্ত উপছে পড়া জল,
  আমি বলহারা ভিন্ কর্মের এক বৈরী চঞ্চল,
আমি আগ্নেয়গিরির উড়ে যাওয়া ধোঁয়া,
    আমি তাপসীর মনের গহীন থেকে
প্রনয়পূর্ন ছোঁয়া।
   আমি পাপীর পাপের অর্ধাংশ বহনকারী,
আমি পূন্যময়ী সর্বের চোখের বালি।
   আমি গুন জ্ঞানহারা অবোধ এক সন্যাসী,
আমি অপূন্যতে দমে যাওয়া
   পূন্যমনের পূন্যতা বিধ্বংসী।
আমি কল্পকাহিনীর মর্মের মর্ম,
  আমি সর্ব নেশাখোরের পালন করা ধর্ম।
আমি অজয়ী লক্ষ্যচ্যূত পথিক
  আমি স্বেচ্চাছারীতার এক নিরলস নাবিক।
আমি গড়তে গিয়ে ভেঙ্গে পড়া
  উৎসাহহারা জীবন যোদ্ধা,
আমি ক্ষুধার জ্বালায় ভুল অর্থে ক্রয় করা প্রান সুধা।
   আমি প্রনয়কে উপেক্ষা করে-
অবহেলায় নিমজ্জিত এক হৃদকম্পনের মাঝে কেটে যাওয়া অচেতন,
   আমি চন্দ্রময় নিশীরাতে ক্লান্ত দেহ নিয়ে নির্গূমে ছটফট করার কারন।
আমি নিঃস্বার্থ মনে চলেতে যাওয়া
   অজ্ঞাত এক স্বার্থবাদী,
আমি শান্তসূলভ বস্তু ও প্রানে ঘটে যাওয়া অশান্তি সৃষ্টিকারী।
   আমি না মৃত্যু,না জন্ম,না এ দুয়ের মধ্যবর্তী,
আমি সারাবেলা শ্রম করেও
   প্রিয়দের মন না পাওয়া অসতী।
আমি কি,কে,কোথা হতে,কেন,কিভাবে
   সকল প্রশ্নের উৎস,
আমি অনিয়মে চলতে থেকেকেও
    নিয়ম তৈরীতে  মহা উৎসাহিত।
আমি অসীম,সসীম,শেষ ও শুরু হতে ভিন্ন,
    আমি বাজারে রেখে যাওয়া বনিকের
বিক্রি না যাওয়া পন্য।
   আমি পাপী,আমি পাপ,
আমি পূন্য পথিকের হস্তে তুলে দেয়া শরাপ।
    আমি ভয়াবহ,আমি নির্লজ্জ্ব,
আমি সিদ্ধান্ত হতে অনড়,
   আমি প্রত্যয় বিনাশী, আমি নিরানন্দ,
আমি গীতিকারের অমিল গীত,
   কবিদের সর্ব তালহারা ছন্দ।

আগামীনিউজ/প্রআ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে