Dr. Neem on Daraz
Victory Day

ভিক্ষুক


আগামী নিউজ | ড. নিম হাকিম প্রকাশিত: জুলাই ১২, ২০২০, ০২:৫২ পিএম
ভিক্ষুক

প্রতীকী ছবি

আমরা ভিক্ষুক
করে খাই ভিক্ষে,
ভালো মন্দ বুঝি নে
নেই শিক্ষে দীক্ষে।

জমি জমা নেই কিছু
নেই ঘর বাড়ি,
এ দ্বারে ও দ্বারে
শুধু করি পায়চারি।

হাত পাতি সবার কাছে
নেই বাছবিচে
অনেকেই বলে মোরা
জাত বড় নিচে।

চাল পাই গম পাই
পাই পান্তা ভাত
যেখানেই হয় রাত
সেখানেই কাত।

গাঁয়ে চাল ডাল নেই
নেই বেশি টাকা
তাই সবা গাও ছেড়ে
চলে আসি ঢাকা।

শহরে বাস করি
খাই মাছ মাংস ভাজি
যা পাই ভাগ নেয়
মাস্তান বাবাজি।

দাড়ি আর টুপি ভাই
অনেকেরেই আছে
হাতে লাঠি রাখি কেউ
আসলে তা মিছে।

গায়ে কম জোর তাই
নেয় নাকো জন
কুলি হলে ঘাড়ে দেয়
পাকা দুই মন।

খোঁড়া নই কানা নই
তবু করি ভিক্ষে
জেনেশুনে মানিনে
নবীজির শিক্ষে।

আগামীনিউজ/জেএফএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে