Dr. Neem on Daraz
Victory Day

নারী


আগামী নিউজ | জান্নাত শ্রাবণী প্রকাশিত: জুন ২৩, ২০২০, ০৫:৩৩ পিএম
নারী

প্রতিকী ছবি

।৷ নারী ।।
"আমি" হ্যাঁ আমি নারী তবে আমি নারীবাদ কিংবা মানবতাবাদী আন্দোলন চাই না।
আমি চাই প্রত্যেকটা মানুষ তার অধিকার স্বাধীন ভাবে ভোগ করুক,সে হৌক নারী, পুরুষ, কিংবা তৃতীয় লিঙ্গের কেউ।
আমি জন্মেছি মানুষ হিসেবে আমার প্রথম পরিচয় আমি স্রষ্টার সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। তবে আমার নারী পরিচয় দিয়েছে সমাজ।আমি মেনে নিয়েছি।আমি আমার পরিচয়ে গর্ববোধ করি।
কারন আমি নারী, আমি মেয়ে, আমি বোন, আমি কারোর সহধর্মিণী, আমি কারোর মা।

আমি সমান অধিকারের জন্য আন্দোলন চাই না
তবে আমি চাই
স্বাধীনত ভাবে মাথা উঁচু করে গর্বের সাথে বাঁচতে।
আমি চাই সমাজে আমার নিজের পরিচয়ে বাঁচতে।
আমি মুক্তি চাই সকল অবহেলা লাঞ্চনা থেকে।আমি মুক্ত আকাশে উড়তে চাই আমার ইচ্ছে গুলোকে দিতে চাই পূর্ণতা।

আমি লোক দেখানো নির্দিষ্ট কোন দিবস চাই না,
আমি চাই প্রত্যেকটা দিনই সম্মানের সাথে বাঁচতে।
কারন আমি আমার সত্তা নিয়ে গর্বিত।

আগামীনিউজ/জেএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে