Dr. Neem on Daraz
Victory Day

অনুভূত প্রাণ


আগামী নিউজ | সাঈদ সুফি প্রকাশিত: নভেম্বর ২১, ২০১৯, ০৮:৩৫ এএম
অনুভূত প্রাণ

নিভাঁজ পরকলার সামনে দাঁড়িয়ে
প্রণয়কান্তির ফুল ফুটতে দেখেছি!
চিত্রকলায় বন্দি জীবন সুর জেনেছি
মুদ্ধ দু চোখে অনন্ত জিজ্ঞাসা রেখেছি
পয়মন্তের পয়গাম সাজিয়ে- জীবন উপভোগি
পরখ করেছি অনিন্দ্য সবুজতার প্রাণ!
সংকুচিত দ্বারের উপঢৌকনগুলোর অর্থ খুঁজেছি,
নিখাদ সজীবতা ঘিরে রেখেছে প্রাণ- প্রণয়ী!
ভাঁজিত ক্ষণের অনুসন্ধি স্ফুরন- অনুরুক্তি 
হেটে যায় চিতান আমার একসন্ধি উঠোন,
পয়নিধির কোলে ফুটে শাপলা- শালুক
আলিঙ্গনের ঘনশ্যাম লালায়ীত অনুবন্ধে
যোজন নিয়জনের নিমন্ত্রনে প্রেমময় আরতি
সেই তো প্রভাতি আলোয় স্মৃদ্ধ কুহেলিকা
যার চিবুক ছোঁয়া এক ঝাঁক বলাকা!
নীলিমায় প্রভাসিত ছন্দ ছাঁয়া ঘেরা অনুবন্ধ হৃদয়ে
পাঁজরে গুজে মুখ- খুঁজে তৃষিত জীবন সুখ
নিরিখে উড়ে যায় নীলাচলে ঝাঁক পতঙ্গ
প্রজাপতি খুঁজে লিপিকায় ফুলকুড়ি
জোসনা খুঁজে তিমির রাতের বক্ষমূল
প্রানিত প্রাণে জাগে স্ফুরিত অনুরণনের আভা
মোহনায় গড়া অনুভূত দুটি প্রাণ...


আগামী নিউজ/ এসআর 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে