Dr. Neem on Daraz
Victory Day
ফাহিম আহমাদ বিজয়ের কবিতা

মা


আগামী নিউজ প্রকাশিত: মে ১০, ২০২০, ০৭:৫৬ পিএম
মা

মা
ফাহিম আহমাদ বিজয়

ধরার বুকে আসার আগে
ছিলেম তোমার পেটে,
আমার কথা ভেবে তোমার
জীবন গিয়েছে কেটে।

প্রসব ব্যথায় কাতর হয়েও 
করোনি অভিমান,
ছেলের মুখে তাকিয়ে সবই
করেছো বলিদান।

আমার যখন অসুখ হতো
ঘুমাতে না রাতে,
ছেলে তোমার ডাকবে বলে
থেকেছো একসাথে।

খাইয়েছো মুখে তুলে
শিখিয়েছো কথা,
রাগ করলে তোমার সাথে 
ভাঙতে নিরবতা।

মাগো তোমার কোনো ঋণ
শোধ হবে না কভু,
মোনাজাতে বলি, মাকে
ভালো রেখেন প্রভু।

 

আগামী নিউজ/নাঈম


 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে