Dr. Neem on Daraz
Victory Day

বেলা


আগামী নিউজ | তানিয়া তাজ প্রকাশিত: অক্টোবর ২৯, ২০১৯, ০১:৪৪ পিএম
বেলা

হঠাৎ দেখি ভিড়ের মাঝে
খুব চেনা এক মুখ,
দেখতেই আমি থমকে গেলাম
আটকে গেলো চোখ।
মনে হল ফিরে গেছি
বিশ টি বছর আগে,
কাট তো সময় তখন মোদের
রাগে অনুরাগে।
এখন তুমি অনেক নতুন
অনেক সতেজ সাজ,
আমি এখন বেশ পুরনো,
ললাট ভরা ভাঁজ।
ক্যাম্পাস এর সেই অভ্যাস গুলো
আছে কি এখন ও?
আমি তো সব ভুলেই গেছি
মনে পরেনা একদিন ও।
আজ হঠাৎ তোমায় দেখে
পড়ছে যে সব মনে,
কি এক চাপা কষ্ট যেনো
ঘিরেছে এই ক্ষণে।
তখন তোমার চুলগুলো সব
থাকতো এলোমেলো,
এখন সেথায় পরিপাটি
এক সিঁথি দেখা গেলো।
বুঝলাম খুব যত্নে আছো,
মান ছো সবই তার,
খুশি হলাম দেখে তোমায়
হয়েছো তবে তার।
আমার যত্নে রাগ তে খুব
মুখ করতে ভার,
বলতে এসব বাড়াবাড়ি,
আমায় একটু ছাড়।
তোমায় আমি কি ছাড়বো
তুমিই গেছো ছেড়ে,
আজও এসব ভাবনা এলে
অশ্রু শুধুই ঝরে।
আমায় দেখে চমকে গেছ,
তাই না?
ভয় নেই,এখন আগের মত
তোমায় আমি চাইনা।
বিশ বছরের অভ্যাস টা
খুব করেছি রপ্ত,
এখন আমি একাই ভালো
খুব হয়েছি শক্ত।
খুব অবাক চোখে দেখছ আমায়
জানি না কি ভাবছো,
মনে মনে কি আগের মতোই
নিজের মত আঁকছ?
এখন আমার মুখ ভরা
বলিরেখার খেলা,
আর কত ,
কম তো হলনা বেলা।
তোমায় এতো গোছান দেখে
লাগছে যে বেশ ভালো,
আমার দিকে তাকিয়ে দেখো,
চোখের নিচে কালো।
ভালো থেকো যেখানেই থাকো
এটাই শুধু চাই,
বেলা তো আর কম হলোনা,
এখন আমি যাই।
এই শোন-
কখনো যদি কোনও ভিড়ে,
আমায়  পাও খুঁজে ,
ভেবো একটু সেই আমাকে,
একবার চোখ খুঁজে।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে