Dr. Neem on Daraz
Victory Day

মজাদার সব খাবারের রেসিপি


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জুলাই ৩০, ২০২০, ১০:৪৩ এএম
মজাদার সব খাবারের রেসিপি

 

যা লাগবে

রাইসের জন্য : বাসমতি চাল-১ কেজি, এলাচ-৪টি, লবঙ্গ-৬টি, দারুচিনি-৩ টুকরা, শাহি জিরা-১ টেবিল চামচ, গোলমরিচ-১০-১২টি, কাঁচা মরিচ-৮টি, লবণ-৩ টেবিল চামচ, পানি পরিমাণমতো, বড় এলাচ-২টি, স্টার এ্যানিস-১টি।


 

মাটনের জন্য : বড় টুকরা করা খাসির মাংস-২ কেজি, টকদই-১ কাপ, নারিকেল বাটা-১/২ কাপ, কাঠ বাদাম বাটা-১ টেবিল চামচ, আদা বাটা-১.৫ টেবিল চামচ, রসুন বাটা-১ টেবিল চামচ, ধনিয়া গুঁড়া-১ টেবিল চামচ, জিরা গুঁড়া-১ টেবিল চামচ, গরম মসলা গুঁড়া-১ চা চামচ, শুকনামরিচ গুঁড়া-২ চা চামচ, গোলমরিচ গুঁড়া-১/৩ চা চামচ, লেবুর রস-২টা লেবুর, কিশমিশ-১/২ কাপ, কেওড়া পানি-২ টেবিল চামচ, ঘি-১.৫ কাপ, পেঁয়াজ বেরেস্তা-২ কাপ, আস্ত গরম মসলা-৪/৫ টুকরা করে প্রতিটা, দুধ-১ কাপ, চিনি-১ টেবিল চামচ, আলুবোখরা-১৫-২০টি, লবণ-স্বাদমতো, পানি-৩ কাপ।

যেভাবে করবেন : মাংসে টকদই, পেঁয়াজ বেরেস্তা-১ কাপ, নারিকেল, কাঠ বাদাম, আদা-রসুন বাটা, ধনিয়া, জিরা, গরম মসলা গোলমরিচ, মরিচ গুঁড়া, লেবুর রস ও পরিমাণমতো লবণ মাখিয়ে ২ ঘণ্টা ম্যারিনেট করে নিন।

প্যানে ১/২ কাপ ঘি গরম করে আস্ত গরম মসলা দিয়ে দিন। ৩০ সেকেন্ড ভেজে ম্যারিনেট করা খাসির মাংস দিন। মাঝারি আঁচে নেড়েচেড়ে ১৫-২০ মিনিট কষিয়ে নিন। দুধ এবং পানি অ্যাড করে ঢেকে সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করুন। আস্ত কাঁচামরিচ দিয়ে ঘি ঝোলের ওপর উঠলে নামিয়ে নিন। ডুবো পানিতে চাল ৩০ মিনিট ভিজিয়ে রাখুন। হাঁড়িতে ভাত রান্নার মতো পর্যাপ্ত পানি ফুটিয়ে রাইসের সব মসলা দিয়ে দিন। পানি ছেঁকে উঠিয়ে চাল দিন। চাল ৭০% সিদ্ধ হলে ঝাজরিতে ঢেলে মাড় গলিয়ে নিন। ভারী তলার প্যান নিন। এক লেয়ার রান্না মাংস বিছিয়ে দিন। বাকি ১ কাপ বেরেস্তা থেকে অর্ধেকটা ছড়িয়ে দিন। ১/২ কাপ ঘি ছড়িয়ে দিন। অর্ধেক কিশমিশ এবং আলুবোখরা ছড়িয়ে দিন। এবার রান্না ভাতের অর্ধেকটা এর ওপর লেয়ার করে বিছিয়ে দিন। ভাতের ওপর আবারও মাংস এবং ভাতের আরও ১টা লেয়ার এভাবে বিছিয়ে দিন। কেওড়া পানি ছড়িয়ে মাখানো আটা দিয়ে পাত্রের মুখ আটকে দিন। চুলায় জোর আঁচে ১০ মিনিট ও মৃদু আঁচে ২০ মিনিট দমে রাখুন। গরম গরম পরিবেশন করুন।

কুবিদেহ পার্শিয়ান কাবাব

যা লাগবে : বিফ/মাটন কিমা-৫০০ গ্রাম, পেঁয়াজ বাটা-২ টেবিল চামচ, আদা-রসুন বাটা-১ টেবিল চামচ, ধনিয়া গুঁড়া-১ চা চামচ, জিরা গুঁড়া-১ চা চামচ, মরিচ গুঁড়া-১ চা চামচ, গোলমরিচ গুঁড়া-১ চা চামচ, গরম মসলা গুঁড়া-১/২ চা চামচ, টকদই-১/৩ কাপ, লেবুর রস-১/২ টেবিল চামচ, ধনিয়া ও পুদিনা পাতা বাটা-১/২ টেবিল চামচ, কাঁচামরিচ বাটা-৫টি, সুইট কর্ন বাটা-১/২ কাপ, বেসন-২ টেবিল চামচ, লবণ-১ চা চামচ, অলিভঅয়েল-৩ টেবিল চামচ, পেঁয়াজ কুচি-২টা, পার্সলে পাতা কুচি-২ টেবিল চামচ।

যেভাবে করবেন : অলিভঅয়েল ছাড়া সব উপকরণ একত্রে মেখে ২ ঘণ্টা রেস্টে রাখুন। ১.৫ টেবিল চামচ অলিভঅয়েল দিয়ে আবার ভালো করে মাখুন। সাসলিক কাঠি ১/২ ঘণ্টা ভিজিয়ে রাখুন। কিমার কিছুটা অংশ নিয়ে সাসলিক কাঠিতে চেপে চেপে লাগান। গ্রিল প্যানে অলিভঅয়েল গরম দিন। সাসলিক কাঠিগুলো প্যানে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সব দিক ভাজুন। মাঝে মাঝে অলিভঅয়েল ব্রাশ করে দিন। সবদিক ব্রাউন হলে নামিয়ে নিন।

বিফ বটি কাবাব

যা লাগবে:

মেরিনেশনের জন্য : হাড়ছাড়া গরুর মাংস (কিউব করা)-২৫০ গ্রাম, খোসাসহ পেঁপে বাটা-২ চা চামচ, লেবুর রস-১ চা চামচ, আদা বাটা-১ চা চামচ, রসুন বাটা-১ চা চামচ, মরিচ গুঁড়া-১ চা চামচ, কাবাব মসলা-১/২ টেবিল চামচ, টকদই-১/২ টেবিল চামচ, লবণ- স্বাদমতো, সরিষার তেল-১ টেবিল চামচ।

ভাজার জন্য-সরিষার তেল-৩ টেবিল চামচ।

যেভাবে করবেন : গরুর মাংসে পেঁপে বাটা মাখিয়ে রেখে দিন ১/২ ঘণ্টা। তেল ছাড়া সব উপকরণ মাখিয়ে ঢেকে ফ্রিজে নরমালে আরও ২ ঘণ্টা রেখে ম্যারিনেড করুন। বের করে তেল মাখিয়ে নিন। ভিজানো সাসলিক কাঠি বা শিকে গেঁথে নিন। প্যানে তেল গরম করে চারপাশ ঘুরিয়ে ভেজে উঠান। অথবা কয়লার গ্রিলে শিকে গাঁথা মাংস চারপাশ ঘুরিয়ে পুড়িয়ে নামান।

মেজবানি বিফ

যা লাগবে : হাড়, চর্বি, কলিজা, মগজসহ গরুর মাংস দুই কেজি, টমেটো কিউব দুটি, পেঁয়াজ কুচি এক কাপ, রসুন বাটা দুই টেবিল চামচ, আদা বাটা দুই টেবিল চামচ, হলুদ গুঁড়া এক চা চামচ, মরিচ গুঁড়া দুই টেবিল চামচ, লবণ স্বাদমতো, তেজপাতা তিনটি, এলাচ পাঁচটি, দারুচিনি তিন-চার টুকরা, লবঙ্গ আটটি, আস্ত গোরমরিচ দশ-বারোটি, কাবাব চিনি দশ-বারোটি, স্টার অ্যানিস একটি, আস্ত শুকনামরিচ দশটি, আস্ত কাঁচামরিচ দশটি, বাদাম বাটা দুই টেবিল চামচ, সরিষার তেল এক কাপ, পানি দুই কাপ, গরম মসলার গুঁড়া এক চা চামচ, রাঁধুনি গুঁড়া এক চা চামচ।

মেজবান মসলার জন্য : ধনিয়া দুই টেবিল চামচ, আস্ত জিরা, দুই টেবিল চামচ, সাদা সরিষা এক টেবিল চামচ, মেথি এক/দুই টেবিল চামচ, মৌরী এক টেবিল চামচ, রাঁধুনি এক টেবিল চামচ, জয়ত্রী আধা চা চামচ, জায়ফল (ছোট) একটা, শুকনামরিচ পাঁচটি, বেরেস্তা এক কাপ, পোস্তদানা দুই টেবিল চামচ।

যেভাবে করবেন : মেজবান মসলা তৈরি পোস্তদানা এবং বেরেস্তা ছাড়া মেজবান মসলার সব উপকরণ মৃদু আঁচে টেলে ঠাণ্ডা করে নিন। পোস্তদানা এবং বেরেস্তা এর সঙ্গে নিয়ে একসঙ্গে গুঁড়া করে মেজবান মসলা তৈরি করে নিন।

মেজবানি বিফ রান্না : মাংস থেকে কলিজা এবং মগজ আলাদা করে উঠিয়ে রাখুন। বড় পাত্রে মাংস নিন। মেজবান মসলা মেশান। টমেটো, গরম মসলা গুঁড়া রাঁধুনি গুঁড়া এবং আস্ত কাঁচামরিচ বাদে মাংসের সব উপকরণ দিন। খুব ভালোমতো মাখান। মাঝারি আঁচে ঢেকে পানি শুকানো পর্যন্ত কষিয়ে নিন। কলিজা এবং টমেটো কিউব দিয়ে তিন-চার মিনিট কষিয়ে পানি দিয়ে ঢেকে দিন। মাংস সিদ্ধ হয়ে এলে মগজ মিশিয়ে মৃদু আঁচে দশ মিনিট রান্না করুন। রাঁধুনি গুঁড়া ছড়িয়ে ঢেকে আরও পাঁচ-সাত মিনিট রান্না করুন। কিছুক্ষণ দমে রেখে গরম গরম পরিবেশন করুন দারুণ মজাদার মেজবানি বিফ।

 

আগামীনিউজ/এএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে