Dr. Neem on Daraz
Victory Day

করোনা: সারাদিন ঘুমিয়ে কাটালে যে ক্ষতি হয়


আগামী নিউজ | নিউজ ডেস্ক প্রকাশিত: মে ২৪, ২০২০, ০২:৫৬ পিএম
করোনা: সারাদিন ঘুমিয়ে কাটালে যে ক্ষতি হয়

ছবি: সংগৃহীত

কোভিড-১৯ বা করোনাভাইরাসের কারণে দেশে চলছে সাধারণ ছুটি। সারা বিশ্বের প্রায় দেশ ও অঞ্চলে চলছে লকডাউন। এই সময়ে অনেকেরই কোনো কাজ নেই। তাই সময় কাটছে ঘুমিয়ে ঘুমিয়ে। তাই হাতে কাজ না থাকলেও অকারণে পড়ে পড়ে ঘুমোবেন না। এতে লকডাউন উঠতে উঠতে আপনি অসুস্থ হয়ে পড়বেন। সূত্র:  ইন্ডিয়াটাইমস।

অতিরিক্ত ঘুম শরীরের জন্য ক্ষতির কারণ হতে পারে। সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, যারা ৯ ঘণ্টা ও তার বেশি সময় ঘুমান, তাদের মধ্যে বিষণ্ণতার ঝুঁকি বেড়ে যায়। একজন মানুষের সুস্থ থাকার জন্য সাত থেকে আট ঘণ্টা ঘুমই যথেষ্ট। বেশি সময়ের ঘুম মস্তিষ্কের কাজ করার ক্ষমতা হ্রাস করে। 

কানাডার কুইবেক বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় বলা হয়, রাতে আট ঘণ্টার বেশি ঘুমের কারণে রক্তের গ্লুকোজ নিয়ন্ত্রণের ক্ষমতা হারায় দেহ। 

এতে টাইপ ২ ডায়াবেটিসের শঙ্কা বেড়ে যায়। আট ঘণ্টার বেশি সময় নিয়মিত ঘুমালে হৃদযন্ত্রের সমস্যা দেখা দিতে পারে।

ওজন বাড়ার অন্যতম কারণ অতিরিক্ত ঘুম। 

আগামীনিউজ/বিজয়

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে