Dr. Neem on Daraz
Victory Day

ঘানায় গির্জা ধসে ১৭ উপাসকের মৃত্যু


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: অক্টোবর ২২, ২০২০, ০৯:৪১ পিএম
ঘানায় গির্জা ধসে ১৭ উপাসকের মৃত্যু

ছবি: সংগৃহীত

ঢাকাঃ পূর্ব ঘানায় তিনতলা বিশিষ্ট একটি গির্জা ধসে অন্তত ১৭ জন উপাসকের মৃত্যু হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে আটকা পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে।

আকিয়েম বাতাবি শহরে এ ঘটনা ঘটে বলে বৃহস্পতিবার কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। বেঁচে ফেরা একজন স্থানীয় সংবাদমাধ্যমকে বলেছেন, ধসে পড়ার সময় গির্জাটির ভেতরে ৬০ জনের মতো মানুষ ছিল।

ঘানার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার কর্মকর্তা গায়ান উইলিংটন এএফপিকে বলেছেন, উদ্ধারকারীরা আটজনকে জীবিত এবং ১৭ জনের মৃতদেহ উদ্ধার করেছেন।

“ধ্বংসস্তূপের সরানোর জন্য আমরা আরও এক্সাভেটর আনছি। আমাদের আশঙ্কা নিচে আরও মানুষ আটকা পড়ে আছে।”

উদ্ধার হওয়াদের হাসপাতালে পাঠানো হয়েছে বলে দেশটির পূর্বাঞ্চলীয় মন্ত্রী এরিক দারফুর, “ঠিক কতজন মানুষ আটকা পড়েছে এ ব্যাপারে আমাদের কোনো ধারণা নেই। উদ্ধারকাজ অব্যাহত রয়েছে।”

কী কারণে গির্জায় ধসের ঘটনা ঘটেছে তা এখনো জানা যায়নি। তবে গির্জার প্রতিষ্ঠাতা ধর্মগুরু ইসাক অফোরি পুলিশকে দদন্ত কাজে সহযোগিতা করছেন।

বেঁচে ফেরা ম্যাভিস আন্তোই সংবাদমাধ্যম, হঠাৎ করেই গির্জার ভেতরে কোনো একটি অংশ ভেঙে পড়ে। কিছু মানুষ বের হতে পেরেছে, বাকিরা আটকা পড়ে।”

আগামীনিউজ/আশা

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে