Dr. Neem on Daraz
Victory Day

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মামলা করবে ইরান-ইরাক


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২০, ০৮:৪৪ পিএম
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মামলা করবে ইরান-ইরাক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে কাসেম সোলেইমানিকে হত্যার ঘটনায় দেশটির বিরুদ্ধে আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ আদালতে মামলা করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে ইরান এবং ইরাক।

ইরানের বিচার বিভাগের প্রধান ইবরাহিম রাইসি এবং ইরাকের উচ্চ-বিচারিক পরিষদের প্রধান ফাইক আল-জাইদান শনিবার (২৫ জানুয়ারি) এক টেলিফোন সংলাপে এ প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

টেলিফোন সংলাপে রাইসি বলেন, কাসেম সোলেইমানি এবং আবু মাহদি আল-মুহান্দিসকে ভয়ঙ্কর ও দুঃখজনকভাবে হত্যা করে যুক্তরাষ্ট্র ভয়াবহ অপরাধ করেছে এবং আন্তর্জাতিক সব আইন ও কনভেনশন লঙ্ঘন করেছে। যুক্তরাষ্ট্রের এ অপরাধের যথাযথ শাস্তি দাবি করেছেন ইরান এবং ইরাকের জনগণ।

টেলিফোন সংলাপে ইরাকের বিচার বিভাগের প্রধান বলেন, বাগদাদ কর্তৃপক্ষ এরইমধ্যে এই হত্যাকাণ্ডের বিষয়ে তদন্ত শুরু করেছে এবং তদন্ত প্রক্রিয়া শেষ করবে। এছাড়া আন্তর্জাতিক আদালতে মামলা হলে এ ব্যাপারে ইরাক সরকার ইরানকে সর্বাত্মকভাবে সহযোগিতা করবে।

আগামীনিউজ/এএম

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে