Dr. Neem on Daraz
Victory Day

গ্রিসে টিকা না নিলে প্রতি মাসে ১০০ ইউরো জরিমানা!


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২১, ১২:০১ পিএম
গ্রিসে টিকা না নিলে প্রতি মাসে ১০০ ইউরো জরিমানা!

ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ ৬০ বছর বয়সী ও তদূর্ধ্বদের জন্য করোনা টিকা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে গ্রিস। আর যারা টিকা নেবে না তাদেরকে ১০০ ইউরো (৯ হাজার ৭০৯ টাকা) জরিমানা করা হবে। যা আগামী জানুয়ারির মাঝামাঝি থেকে কার্যকর করা হবে। খবর প্রকাশ করেছে বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (৩০ নভেম্বর) গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোটাকিস মন্ত্রীসভায় বলেছেন, ৬০ বছর বয়সী ও তদূর্ধ্বদের মধ্যে যারা করোনা টিকা নেবে না তাদেরকে ১০০ ইউরো জরিমানা করা হবে। আর এই অর্থ দেশের স্বাস্থ্য ব্যবস্থায় চলে যাবে।

গ্রিসে ১১ মিলিয়ন মানুষের বসবাস। এর মধ্যে এখন পর্যন্ত ৬৩ শতাংশ টিকা নিয়েছে। কিন্তু পরিসংখ্যান দেখাচ্ছে, ৬০ বছর বয়সী ও তদূর্ধ্বদের মধ্যে ৫২ হাজারের বেশি মানুষ এখনো টিকা নেননি।

গ্রিসের প্রধানমন্ত্রী বলেন, ‘আগামী ১৬ জানুয়ারির মধ্যে ৬০ বছর বয়সী ও তদূর্ধ্বদের টিকা (এক ডোজ) নিতে হবে। তাদের জন্য এটা এখন থেকে বাধ্যতামূলক।’

আগামীনিউজ/নাসির

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে