Dr. Neem on Daraz
Victory Day

বাজারে আসতে পারে করোনার নকল টিকা


আগামী নিউজ প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২০, ০৪:৫৬ পিএম
বাজারে আসতে পারে করোনার নকল টিকা

ঢাকাঃ সংঘবদ্ধ অপরাধী চক্র কোভিড-১৯ ভ্যাকসিনকে নিশানা করতে পারে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল। তাদের আশঙ্কা, বাজারে নকল টিকা বিক্রির চেষ্টা হতে পারে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, তাদের ১৯৪ টি সদস্য রাষ্ট্রের জন্য বৈশ্বিক সতকর্তা (গ্লোবাল এলার্ট) জারি করেছে এবং অপরাধী চক্র যাতে সরাসরি বা অনলাইনে কোভিড-১৯ এর ভুয়া টিকা বিক্রি করতে না পারে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকতে বলেছে।

বিশ্বে করোনা মহামারি দেখার পর থেকেই ভ্যাকসিন নিয়ে তৎপর হয়ে ওঠে বিভিন্ন দেশ। শুরু হয় গবেষণা। স্মরণকালের কম সময়ের মধ্যে মঙ্গলবার প্রথম দেশ হিসেবে ফাইজার-বায়োএনটেক ভ্যাকসিন প্রয়োগে অনুমোদন দেয় ব্রিটেন। এদিকে ব্রিটেন অনুমোদন দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই, রাশিয়াও আগামী সপ্তাহে টিকা কর্মসূচি শুরুর ঘোষণা দেয়।  

করোনার ভ্যাকসিন নিয়ে যখন নানামুখী আশার আলো, ঠিক সে সময় সংঘবদ্ধ অপরাধী চক্রের নিশানা হয়ে উঠেছে এটি, যা নিয়ে সতর্ক করেছে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল। সংস্থাটি বলছে, বাজারে নকল টিকা বিক্রি শুরু হতে পারে।

ইন্টারপোলের মহাসচিব ইয়োরগেন স্টক বলেছেন, ‘‘এক দিকে নানা দেশের সরকার কোভিড-১৯ টিকা বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে, অন্যদিকে অপরাধী চক্র টিকা সরবরাহ ব্যবস্থায় হস্তক্ষেপ করা বা বিঘ্ন ঘটানোর ছক কষছে।”

স্টক আশঙ্কা করছেন, “অপরাধী চক্র ভুয়া ওয়েবসাইট ও মিথ্যা রোগ নিরাময়ের কথা বলে সাধারণ মানুষকে তাদের প্রতারণার লক্ষ্যবস্তুতে পরিণত করতে পারে। তাদের ফাঁদে পা দেওয়া মানুষরা নকল টিকা গ্রহণ করে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে পারেন, এমনকী তাদের মৃত্যু পর্যন্ত হতে পারে।”

আগামীনিউজ/প্রভাত

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে