Dr. Neem on Daraz
Victory Day

আফগান বাহিনীর হামলায় ১৩ তালেবান নিহত


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২০, ১০:২৬ পিএম
আফগান বাহিনীর হামলায় ১৩ তালেবান নিহত

ছবি; সংগৃহীত

ঢাকাঃ আফগানিস্তানের উত্তরাঞ্চরাঞ্চলীয় সামানগান প্রদেশের গোলযোগপূর্ণ দারা-ই-সুফ পায়ান জেলায় তালেবান হামলার জবাবে সেখানে নিরাপত্তা বাহিনীর পাল্টা অভিযানে ১৩ তালেবান নিহত হয়েছে।

আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর) এখানে প্রাদেশিক পুলিশ সদরদপ্তরের এক বিবৃতিতে একথা বলা হয়। খবর সিনহুয়ার।

বিবৃতিতে বলা হয়, সশস্ত্র জঙ্গিরা শুক্রবার ভোরে দারা-ই-সুফ পায়ান জেলার বিভিন্ন নিরাপত্তা ফাঁড়িতে হামলা চালালে সেনা ও যুদ্ধবিমানের সাহায্যে পুলিশ সেখানে পাল্টা হামলা চালায়। এতে ঘটনাস্থলেই ১৩ তালেবান নিহত এবং আরো পাঁচজন আহত হয়।

বিবৃতিতে আরো বলা হয়, তাদের কাছ থেকে অনেক অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।

এতে বলা হয়, এ যুদ্ধে নিরাপত্তা বাহিনীর কেবলমাত্র এক সদস্য আহত হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ওই এলাকায় দীর্ঘস্থায়ী শান্তি নিশ্চিত করতে উগ্রবাদ নির্মূল অভিযান অব্যাহত রয়েছে।

তবে এ হামলার ব্যাপারে এখন পর্যন্ত তালেবানের পক্ষ থেকে কোন মন্তব্য পাওয়া যায়নি।

আগামীনিউজ/এএইচ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে