Dr. Neem on Daraz
Victory Day

অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ায় একদিনে করোনায় সর্বোচ্চ মৃত্যু


আগামী নিউজ | আন্তর্জাতিক নিউজ ডেস্ক প্রকাশিত: আগস্ট ১০, ২০২০, ০৩:৪৪ পিএম
অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ায় একদিনে করোনায় সর্বোচ্চ মৃত্যু

ছবি : সংগৃহীত

ঢাকা : অস্ট্রেলিয়ায় করোনা মহামারীর শুরু থেকে এ পর্যন্ত একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড গড়েছে ভিক্টোরিয়া রাজ্য। 

রোববার রাজ্যটিতে মারা গেছে ১৭ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১০ জনে। একই সময়ে শনাক্ত হয়েছে ৩৯৪ জন। অস্ট্রেলিয়ায় দ্বিতীয়-সর্বোচ্চ জনবহুল রাজ্য ভিক্টোরিয়া দ্বিতীয় ধাপের করোনাভাইরাস মহামারীর উপকেন্দ্র হয়ে উঠেছে।

গত সপ্তাহেও এ রাজ্যে দৈনিক গড়ে ৪শ’ থেকে ৫শ’ জনের ভাইরাস শনাক্ত হয়েছে। 

রাজ্যের প্রধানমন্ত্রী বলেছেন,মারা যাওয়ার ১৭ জনের মধ্যে আছে- বয়স ৫০, ৭০, ৮০ ও ৯০ এর কোঠায় থাকা ১১ পুরুষ এবং ৮০ ও ৯০ এর কোঠার ৬ নারী।

এর চারদিন আগেই অস্ট্রেলিয়াজুড়ে একদিনে সর্বোচ্চ মৃত্যু হয়েছিল ১৫ জনের। ভিক্টোরিয়ায় নতুন মৃত্যু সে সংখ্যাকেও ছাড়িয়ে গেল।

সংক্রমণ বাড়তে থাকা ভিক্টারিয়ায় রাজধানী মেলবোর্নেই সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হচ্ছে। অস্ট্রেলিয়ায় মোট শনাক্ত হওয়া ২১ হাজারের বেশি মানুষের বেশিরভাগই মেলবোর্নের। আবার অস্ট্রেলিয়ায় মোট মৃতের সংখ্যা ২৯৫ জনেরও বেশিরভাগ মেলবোর্নের।

ভাইরাসের বিস্তার ঠেকানোর চেষ্টায় ভিক্টোরিয়া রাত্রিকালীন কারফিউ জারি করেছে, মানুষের দৈনন্দিন চলাফেরার ওপর কড়াকড়ি আরোপ করেছে এবং ব্যবসা-বাণিজ্যও অনেকাংশে বন্ধ করেছে।

ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যানে, অস্ট্রেলিয়ায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২১ হাজার ৪০৭ জন এবং মারা গেছেন ৩১৪ জন। সূত্র : বিবিসি

 

আগামীনিউজ/এসপি
 

 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে