Dr. Neem on Daraz
Victory Day

বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ৭ লাখ ছাড়াল


আগামী নিউজ | আন্তর্জাতিক নিউজ ডেস্ক প্রকাশিত: আগস্ট ৫, ২০২০, ১২:০৫ পিএম
বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ৭ লাখ ছাড়াল

ছবি : সংগৃহীত

ঢাকা : কোভিড-১৯ এ সারাবিশ্বে আক্রান্তের সংখ্যা ১ কোটি ৮৭ লাখ ছাড়িয়ে গেছে। আর এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ৭ লাখ ৪ হাজার ছাড়িয়েছে।

গত দুই সপ্তাহের পরিসংখ্যান বিশ্লেষণ করে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স বলছে, কোভিড-১৯ আক্রান্ত হয়ে এই সময়ে মধ্যে প্রতিদিন গড়ে প্রায় ৫ হাজার ৯০০ জন করে মারা গেছেন। সংস্থাটির হিসেবে বিশ্বে প্রতি ঘণ্টায় ২৪৭ জন অথবা প্রতি ১৫ সেকেন্ডে একজন করে করোনায় মারা গেছেন।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের করোনা তথ্য অনুসারে বুধবার সকাল পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা ১ কোটি ৮৭ লাখ ৫ হাজার ৯৬ জন। এতে মারা গেছেন ৭ লাখ ৪ হাজার ৩৮৫ জন। আর এ ভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ্য হয়ে উঠেছেন ১ কোটি ১৯ লাখ ২২ হাজার ৬৯২ জন।

যুক্তরাষ্ট্র ও লাতিন অঞ্চল ব্রাজিল ও দক্ষিণ এশিয়ায় সংক্রমণ দ্রুত বাড়ছে। আশার কথা হচ্ছে, এ ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থতার হার দ্রুত বাড়ছে। 

করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে বুধবার সকাল পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৪৯ লাখ ১৮ হাজার ৪২০ জন। এতে মৃত্যু হয়েছে ১ লাখ ৬০ হাজার ২৯০ জন মানুষের। দেশটিতে এখন পর্যন্ত সুস্থ্য হয়েছেন ২৪ লাখ ৮১ হাজার ৬৮০ জন।

করোনায় দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যু ব্রাজিলে। সেখানে ২৮ লাখ ৮ হাজার জন এবং মারা গেছেন ৯৬ হাজার ৯৬ জন। অপরদিকে সুস্থ্য হয়ে উঠেছেন ১৯ লাখ ৭০ হাজার ৭৬৭ জন।

এদিকে তৃতীয় সর্বোচ্চ আক্রান্ত দক্ষিণ এশিয়ার দেশ ভারতে। বুধবার পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ১৯ লাখ ৮ হাজার ২৫৪ জন এবং মারা গেছে ৩৯ হাজার ৮২০ জন। মৃত্যুর দিক দিয়ে ভারত পঞ্চম স্থানে। করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে ১২ লাখ ৮২ হাজার ২১৫ জন।

করোনায় চতুর্থ সর্বোচ্চ আক্রান্ত হয়েছে রাশিয়ায়। দেশটিতে ৮ লাখ ৬১ হাজার ৪২৩ জনের করোনা শনাক্ত হয়েছে। রাশিয়াতেও মৃত্যুর সংখ্যা তুলনামূলক কম। করোনায় মৃত্যুর দিক দিয়ে রাশিয়া ১১তম। এখন পর্যন্ত সেখানে মারা গেছে ১৪ হাজার ৩৫১ জন।

অপরদিকে করোনায় তৃতীয় সর্বোচ্চ মৃত্যুর স্থান দখল করেছে মেক্সিকো। দেশটিতে এখন পর্যন্ত ৪৮ হাজার ৮৬৯ জনের প্রাণ কেড়েছে করোনা। আর দেশটিতে শনাক্তের সংখ্যা ৪ লাখ ৪৯ হাজার ৯৬১ জন। করোনা আক্রান্তে এর স্থান পঞ্চম।

উল্লেখ্য, গত বছরের ডিসেম্বর মাসে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সূত্র : আল-জাজিরা

 

আগামীনিউজ/এসপি
 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে