Dr. Neem on Daraz
Victory Day

করোনা থেকে সেরে উঠেছেন ১ কোটি ১৪ লাখের বেশি মানুষ


আগামী নিউজ | আন্তর্জাতিক নিউজ ডেস্ক প্রকাশিত: আগস্ট ৩, ২০২০, ০৯:০৮ এএম
করোনা থেকে সেরে উঠেছেন ১ কোটি ১৪ লাখের বেশি মানুষ

ছবি : সংগৃহীত

ঢাকা : বৈশ্বিক মহামারি কোভিড-১৯ বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। মার্কিন করোনা জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যানে এ ভাইরাসে সারা বিশ্বে আজ সোমবার (৩ আগস্ট) বাংলাদেশ সময় সকাল পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ১ কোটি ৮২ লাখ ৩৪ হাজার ৯৩৬ জন। তাদের মধ্যে বর্তমানে ৬০ লাখ ৯৪ হাজার ৯৯৭ জন চিকিৎসাধীন এবং ৬৫ হাজার ৭৫৩ জন (১ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।

তবে ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন অনেক মানুষ। এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে ১ কোটি ১৪ লাখ ৪৪ হাজার ১৪৯ জন সুস্থ হয়ে উঠেছেন।

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে। দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ৪৮ লাখ ১৩ হাজার ৬৪৮ জন। তবে করোনা থেকে সেরে উঠেছেন ২৩ লাখ ৮০ হাজার ২১৭ জন। 

এরপরই রয়েছে লাতিন অঞ্চল ব্রাজিল। দেশটির করোনা আক্রান্তের সংখ্যা ২৭ লাখ ৩৩ হাজার ছাড়িয়েছে। তবে করোনা থেকে সুস্থ হয়েছে ১৮ লাখ ৮৪ হাজার ৫১ জন। 

বিশ্বে করোনা আক্রান্তের তৃতীয় অবস্থানে থাকা ভারতে সুস্থ হয়েছে ১১ লাখ ৮৭ হাজার ২২৮, রাশিয়ায় ছয় লাখ ৫০ হাজার ১৭৩, চিলিতে তিন লাখ ৩২ হাজার ৪১১, দক্ষিণ আফ্রিকায় তিন লাখ ৪৭ হাজার ২২৭, পেরুতে দুই লাখ ৯৪ হাজার ১৮৭, ইরানে দুই লাখ ৬৮ হাজার ১০২, মেক্সিকোতে দুই লাখ ৮৯ হাজার ৩৯৪, পাকিস্তানে দুই লাখ ৪৮ হাজার ৫৭৭, সৌদি আরবে দুই লাখ ৪০ হাজার ৮১, তুরস্কে দুই লাখ ১৬ হাজার ৪৯৪, ইতালিতে দুই লাখ ৪৬০, স্পেনে এক লাখ ৯৭ হাজার ৪৩১ জন,  জার্মানিতে এক লাখ ৯৩ হাজার ৬০০, বাংলাদেশে এক লাখ ৩৬ হাজার ৮৩৯, কাতারে এক লাখ সাত হাজার ৭৭৯, কানাডায় এক লাখ এক হাজার ৫৭৪, ফ্রান্সে ৮১ হাজার ৫০০ জন এবং চীনে ৭৯ হাজার ১৩ জন, বাংলাদেশে ১ লাখ ৩৬ হাজার ৮৩৯ জন সুস্থ হয়ে উঠেছে।

গত বছর ডিসেম্বর মাসের শেষে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম দেখা দেয়া প্রাণঘাতী করোনায় মারা গেছেন ৬ লাখ ৯২ হাজার ৭৯৪ জন।

গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সূত্র : এবিসি নিউজ

 

আগামীনিউজ/এসপি
 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে