Dr. Neem on Daraz
Victory Day
রাশিয়াকে পেছনে ফেলে

বিশ্বের তৃতীয় সর্বোচ্চ করোনা সংক্রমণের তালিকায় ভারত


আগামী নিউজ | আন্তর্জাতিক নিউজ ডেস্ক প্রকাশিত: জুলাই ৬, ২০২০, ০২:৫৯ পিএম
বিশ্বের তৃতীয় সর্বোচ্চ করোনা সংক্রমণের তালিকায় ভারত

ঢাকা : ভারতে রোববার একদিনে নতুন করে করোনা সংক্রমণের সংখ্যা ২৫ হাজারের বেশি এবং মারা গেছেন ৪২১ জন। বিশ্বে করোনা সংক্রমণের সর্বোচ্চ দেশের তালিকায় রাশিয়াকে পেছনে ফেলে তৃতীয় অবস্থানে পৌঁছেছে দেশটি। 

ভারতের রাজ্য সরকার থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, রোববার গভীর রাতে দেশটিতে মোট করোনা সংক্রমণের সংখ্যা দাঁড়ায় ৬ লাখ ৯৭ হাজার ৮৮৭ জনে। সে সময় রাশিয়ার সংক্রমণের সংখ্যা ৬ লাখ ৮১ হাজার ২৫১ জন। এতে যুক্তরাষ্ট্র এবং ব্রাজিলই ভারতের চেয়ে করোনা সংক্রমনে এগিয়ে রইল।

ওয়ার্ল্ডোমিটারের করোনা পরিসংখ্যানে, দেশটিতে সোমবার বাংলাদেশ সময় দুপুর পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৯৮ হাজার ৮১৭ জন এবং মারা গেছেন ১৯ হাজার ৭০৭ জন। সুস্থ হয়েছেন ৪ লাখ ২৪ হাজার ৯৬৩ জন। সূত্র : দ্য টাইমস অব ইন্ডিয়া

আগামীনিউজ/এসপি
 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে