Dr. Neem on Daraz
Victory Day

বলিভিয়ায় করোনা রোগীর চাপ, হাসপাতাল বন্ধ


আগামী নিউজ প্রকাশিত: জুলাই ১, ২০২০, ০৯:১১ পিএম
বলিভিয়ায় করোনা রোগীর চাপ, হাসপাতাল বন্ধ

ঢাকা : দেশটির লা পাজ শহরে স্বাস্থ্যকর্মী এবং চিকিৎসা সরঞ্জামের অভাবে বেশ কয়েকটি হাসপাতালে রোগী ভর্তি বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।

বলিভিয়ার স্বাস্থ্য শ্রমিক ইউনিয়নের নেতা ফার্নান্দো রোমেরো সোমবার বলেছেন যে কোভিড -১৯-এর ভর্তি ও কর্মীদের সংক্রমণের কারণে বলিভিয়ার ৩৪ টি হাসপাতালের প্রায় ২০ টির অবস্থা ভয়াবহ।

তিন শতাধিক স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন এবং অন্যান্য সহকর্মীদের কাজের পরিবেশ তৈরি করতে কয়েক দিনের জন্য উচ্চ-স্তরের জীবাণুমুক্তকরণ এবং বন্ধ করার বিকল্প নেই বলে জানান রোমেরো

থোরাক্স হাসপাতালের একজন নার্স করোনা শনাক্ত হন। হাসপাতালটির ৭ জন ডাক্তারের পরামর্শে সেটি বন্ধ করে দেয়া হয়। পেডিয়াট্রিক এবং ক্লিনিক ইনস্টলেশনগুলোয় রোগী ভর্তি বন্ধ করে দেয়  এবং জরুরী ইউনিটগুলোয় বেডের ব্যাবস্থা করে করোনা রোগীর সেবা দেয়া হয়।

এল-আল্টো শহরের বলিভিয়ান-ডাচ হাসপাতালের প্রায় ৩৬ জন স্বাস্থ্যসেবা কর্মীর করোনা শনাক্ত হয়। কোচাবাম্বায় ভিডমা হাসপাতালে ৯০ জন স্বাস্থ্যকর্মীকে বিচ্ছিন্ন করা হয়েছে। 

বলিভিয়ার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটিতে এ পর্যন্ত  মোট করোনা শনক্ত হয়েছেন ৩৩ হাজার ২১৯ জন এবং মারা গেছেন ১ হাজার ১২৩ জন। সূত্র : ইন্ডিপেনডেন্ট

 

আগামীনিউজ/এসপি
 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে