Dr. Neem on Daraz
Victory Day

লাদাখের পি পি ১৪-র কাছে ফের চীন, ভারতের হুঁশিয়ারি


আগামী নিউজ | আন্তর্জাতিক নিউজ ডেস্ক প্রকাশিত: জুন ২৭, ২০২০, ১১:১৪ এএম
লাদাখের পি পি ১৪-র কাছে ফের চীন, ভারতের হুঁশিয়ারি

সংগৃহীত

ঢাকা : লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় নতুন কাঠামো নির্মাণ অবিলম্বে চীনকে বন্ধ করার হুঁশিয়ারি দিয়ে ভারত স্পষ্ট জানিয়ে দিল, সীমান্তে সামরিক উত্তেজনা প্রশমন করতে হলে গালোয়ানকে নিজের জমি দাবি করা বন্ধ করতে হবে। 

পেট্রোলিং পয়েন্ট (পিপি)-১৪-কে ঘিরে ২০ ভারতীয় সেনা প্রাণ হারিয়েছেন, উত্তেজনার মধ্যেই সেখানেই ফের দখল করেছে চীন সেনারা।

লাদাখ সংঘাত ও তার আগে পরের পরিস্থিতি নিয়ে বেইজিংয়ে অবস্থিত ভারতীয় রাষ্ট্রদূত বিক্রম মিশ্রি  বলেছেন, পূর্ব লাদাখে নিয়ন্ত্রণ রেখা বরাবর সামরিক বিরোধ নিষ্পত্তির রাস্তা একটাই, তা হল বেজিংকে পরিষ্কার করে বুঝতে হবে যে, ‘গায়ের জোরে স্থিতাবস্থা পরিবর্তন করতে চাওয়া কোনও কাজের কথা নয়। তা করে এগোনোও যাবে না।’

এ দিকে দু’দিনের সফর শেষে দিল্লি ফিরেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। তার কাছে  সীমান্ত পরিস্থিতি ব্যাখ্যা করেন সেনাপ্রধান এম এম নরবণে। এর পরে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের কথা রয়েছে রাজনাথের। 

উল্লেখ্য, গত ১৫ জুন গালওয়ান উপত্যকায় চীনা সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে ভারতের ২০ সেনা সদস্য প্রাণ হারান। তারপর থেকেই দেশ দুটির মধ্যে সীমান্ত উত্তেজনা চরমে পৌঁছেছে। সূত্র : জি ২৪

আগামীনিউজ/এসপি
 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে