Dr. Neem on Daraz
Victory Day

করোনা কেড়ে নিল ৩ লাখ ৬৬ হাজারের বেশি মানুষের প্রাণ


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: মে ৩০, ২০২০, ০৮:৫৪ এএম
করোনা কেড়ে নিল ৩ লাখ ৬৬ হাজারের বেশি মানুষের প্রাণ

ছবি সংগৃহীত

ঢাকা: মহামারি করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর মিছিল বেড়েই চলছে যুক্তরাষ্ট্রে। গত ২৪ ঘণ্টায় ফের বারোশো ছাড়ানো মৃত্যু দেখেছে দেশটি। বেড়েছে আক্রান্তের সংখ্যাও।

জনস হোপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যানুযায়ী, স্থানীয় সময় শুক্রবার রাত সাড়ে ৮টা পর্যন্ত (বাংলাদেশ সময় শনিবার সকাল সাড়ে ৬টা) কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে দেশটিতে আরো ১ হাজার ২২৫ জনের মৃত্যু হয়েছে। তাতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২ হাজার ৭৯৮ জন, যা বিশ্বে সর্বোচ্চ।

এদিকে, ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় সাড়ে ২৯ হাজার শনাক্ত হওয়ায় মোট আক্রান্ত এখন ৪ লাখ ৬৬ হাজারেরও বেশি। আক্রান্তের দিক থেকে দেশটির অবস্থান এখন যুক্তরাষ্ট্রের পরেই। আর মৃতের সংখ্যা ২৮ হাজার। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, আগামী আগস্টে ব্রাজিলে আক্রান্তের সংখ্যা ৫ গুণ বাড়তে পারে।

এরই মধ্যে সারা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ৬০ লাখ ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে ৩ লাখ ৬৬ হাজারেরও বেশি মানুষের। আর সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে প্রায় ২৭ লাখ।

অন্যদিকে, আক্রান্ত-মৃত্যু দুটোই বেড়েছে ভারতে। আক্রান্ত ১ লাখ ৭৩ হাজার ছাড়িয়েছে। মৃত্যু ৫ হাজার ছুঁই ছুঁই। শুক্রবার পর্যন্ত বাংলাদেশে আক্রান্ত ৪২ হাজার ৮৪৪ জন। মৃত্যু ৫৮২ জন।

এদিকে, টানাপোড়নের জেরে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে সম্পর্কচ্ছেদ করলো যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, করোনাভাইরাস মহামারির ব্যাপারে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতে পারেনি, বিশ্ব স্বাস্থ্য সংস্থা। নেয়নি যথার্থ সংস্কারের উদ্যোগ। একারণে, WHO’র সাথে সবধরনের সম্পর্ক ছিন্ন করলো যুক্তরাষ্ট্র। বরং, সংস্থাটির তহবিলের জন্য বরাদ্দকৃত অর্থ বিশ্বের অন্যান্য এলাকায় খরচ করবো। তবে, ভাইরাস এবং এটির বিস্তারের বিষয়ে চীনের কাছ থেকে জবাব চাই আমরা।

আগামীনিউজ/মিজান 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে