Agaminews
Dr. Neem Hakim

করোনা সংকটে পিছিয়ে গেল বৈশ্বিক জলবায়ু সম্মেলন


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: মে ২৯, ২০২০, ১২:০৩ পিএম
করোনা সংকটে পিছিয়ে গেল বৈশ্বিক জলবায়ু সম্মেলন

ছবি সংগৃহীত

ঢাকা: মহামারি করোনার থাবা থেকে বাদ পড়ছে না কেউ। একে একে বিশ্বের সব জাতিগোষ্ঠীকে ফেলেছে বিপাকে।ইতিমধ্যেই প্রাণঘাতী এ ভাইরাসে বিশ্বে প্রাণ হারিয়েছেন সাড়ে তিন লাখের বেশি। ৫৯ লাখের বেশি মানুষ আক্রান্ত।  

এদিকে, করোনার মহামারির প্রভাবে পাকা এক বছর পিছিয়ে গেল জাতিসংঘের ২৬তম জলবায়ু পরিবর্তন সম্মেলন (সিওপি২৬)। চলতি বছরের নভেম্বরে স্কটল্যান্ডের গ্লাসগো শহরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল গুরুত্বপূর্ণ এ সম্মেলন। কিন্তু মহামারির কারণে এটি এখন অনুষ্ঠিত হবে ২০২১ সালের নভেম্বরে।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২৮ মে) ব্রিটিশ মন্ত্রী এবং জলবায়ু সম্মেলনের সভাপতি অলক শর্মা এ তথ্য জানিয়েছেন।

এক টুইটে তিনি জানান, সিওপি২৬০এর নতুন দিন নির্ধারিত হয়েছে। এটি ২০২১ সালের ১ থেকে ১২ নভেম্বর অনুষ্ঠিত হবে।

জলবায়ু পর্যবেক্ষকরা বর্তমান পরিস্থিতি বিবেচনায় সম্মেলন পিছিয়ে দেয়াকে যুক্তিযুক্ত বললেও অনেকেই আশঙ্কা প্রকাশ করেছেন, এই বিলম্বের ফলে বৈশ্বিক উষ্ণায়ন কমাতে বিভিন্ন দেশে সংবেদনশীল পদক্ষেপগুলোর বাস্তবায়ন হুমকির মুখে পড়তে পারে।

আগামীনিউজ/মিজান 

Dr. Neem