Dr. Neem on Daraz
Victory Day

মাফ চাইলেন নরেন্দ্র মোদি


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: মার্চ ৩০, ২০২০, ০৩:২৫ পিএম
মাফ চাইলেন নরেন্দ্র মোদি

ঢাকা: করোনা সংক্রমণ ঠেকাতে ভারতে ২১ দিনের লকডাউনের মুখে ভারতের বিশালাকার হতদরিদ্র জনগোষ্ঠী খাবারের অভাবে মানবেতর জীবনযাপন করছে। তা স্বীকার করে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশটির হতদরিদ্র জনগোষ্ঠীর কাছে মাফ চেয়েছেন। 

এর আগে, মঙ্গলবার (২৪ মার্চ) ২১ দিনের লকডাউন ঘোষণা করে কেন্দ্রীয় সরকার। রোববার (২৯ মার্চ) জাতির উদ্দেশে দেয়া বেতার ভাষণের শুরুতেই মাফ চেয়ে নেন মোদি।

তিনি বলেন, আপনারা নিশ্চয়ই ভাবছেন, আপনাদেরকে বিপদের মুখে ফেলে দিলো, এ আবার কেমন প্রধানমন্ত্রী? কিন্তু কোনো উপায় ছিল না। করোনার বিরুদ্ধে ভারতকে জয়ী করতেই এই লকডাউনের সিদ্ধান্ত নিতে হয়েছে।

উল্লেখ্য, করোনাভাইরাস এখন পর্যন্ত ভারতে আক্রান্ত হয়েছেন সহস্রাধিক। মৃত্যু হয়েছে ২৭ জনের।

আগামীনিউজ/মিজান 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে