Dr. Neem on Daraz
Victory Day

‘করোনায় গোটা বিশ্ব আজ হুমকির মুখে’ 


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: মার্চ ২৬, ২০২০, ০২:৫১ পিএম
‘করোনায় গোটা বিশ্ব আজ হুমকির মুখে’ 

ঢাকা : মহামারি আকার ধারণ করা করোনাভাইরাসে (কোভিড-১৯) টালমাটাল গোটা বিশ্ব। ক্রমেই বেড়ে চলেছে এই ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এ ভাইরাসের করাল গ্রাসে সমগ্র মানবজাতিই আজ হুমকির মুখে বলে অভিমত দিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। এ মহামারি মোকাবিলায় দরিদ্র দেশগুলোর ২ বিলিয়ন ডলার মানবিক সহায়তা প্রয়োজন বলে জানান তিনি।  

স্থানীয় সময় বুধবার (২৫ মার্চ) বিশ্ব নেতাদের করোনা মোকাবিলায় একজোটে কাজ করার আহ্বান জানিয়ে এ কথা বলেন জাতিসংঘ মহাসচিব। 

করোনার প্রকোপ নিয়ে উদ্বেগ প্রকাশ করে গুতেরেস বলেন, কভিড-১৯ সমগ্র মানবজাতিকে হুমকি দিচ্ছে, মানবজাতিকেও একত্রিত হয়ে এর বিরুদ্ধে লড়াই চালাতে হবে।

করোনা মোকাবিলায় বিশ্বনেতাদের জোরালো পদক্ষেপ ও  অনুদান ঘোষণার আহ্বান জানিয়ে জাতিসংঘের মহাসচিব আরো বলেন, এ প্রেক্ষাপটে বৈশ্বিক সংহতি ও লড়াই অতি আবশ্যক। একক কোনো দেশের লড়াই এখানে যথেষ্ঠ নয়।

আগামীনিউজ/মিজান 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে